কোটা আন্দোলনকারীরা মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার উঁচুটিয়া এলাকায় পুলিশলাইন্স ও মানরা এলাকার কয়েকশ আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা মহাসড়কে চলাচলকৃত যানবাহন ফিরিয়ে দেয়।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শহরের খালপার এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে কোটা আন্দোলনকারীরা মহাসড়কে গিয়ে অবরোধ করেন।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছোড়ে পুলিশ। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
মন্তব্য করুন