সাভারের আশুলিয়ায় শ্রাবণী নিটওয়্যার নামে একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টা দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কারখানায় কর্মরত শ্রমিক শিহাব বলেন, আগুনের ভয়াবহতা দেখে আমরা আতঙ্কিত পড়ি। প্রাথমিকভাবে আগুন অল্প থাকলেও কয়েক মিনিটের ব্যবধানে গোটা গোডাউনে ছড়িয়ে পড়ে। আজকে আমাদের একটি শিপমেন্ট ছিল। গোডাউনে অনেক মালামাল ছিল। আগুন লাগায় আমাদের মালিকের অনেক ক্ষতি হয়ে গেল।
রাশেদ নামে ফ্যাক্টরিটির আরেক শ্রমিক বলেন, যখন আগুন লাগে তখন ফ্যাক্টরি বন্ধ ছিল। এলাকায় তখন বিদ্যুৎও ছিল না। আমাদের কারখানার জেনারেটর বন্ধ ছিল। কীভাবে আগুন লাগল সেটাই ভেবে পাচ্ছি না।
জামশেদ আলী নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত চলে এসেছে। কিন্তু আসার পরেও পর্যাপ্ত পানি না থাকায় এবং গাড়ি ভেতরের দিকে ঢুকতে না পারায় আগুন নেভাতে সমস্যা হয়েছে। গাড়ি সরাসরি ভেতরে ঢুকতে পারলে ক্ষয়ক্ষতির পরিমাণটা আরও কম হতে পারত।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৪ এর উপসহকারী পরিচালক মো. আলাদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৭টা ৩০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ইতোমধ্যে ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি বলেন, সুতা ও ফেবিক্সের গোডাউন হওয়ায় আগুনের ভয়াবহতা খুব বেশি ছিল। তবে আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। যেহেতু এটি একটি বড় ওয়্যার হাউস, এখানে অনেক মালামাল রয়েছে। আগুন এ মুহূর্তে নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি নেভাতে আমাদের সময় লাগবে।
মন্তব্য করুন