নাটোরে কোটাবিরোধী এবং ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ ছয়জন আহত হয়েছেন।
বুধবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে নাটোর শহরের প্রেস ক্লাব চত্বরে জড়ো হতে থাকে কোটা আন্দোলনকারীরা।
একই সময়ে ছাত্রলীগ সেখানে শান্তি সমাবেশ করার ঘোষণা দেয়। সকাল থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা প্রেস ক্লাব চত্বরে উপস্থিত হয়। উভয়পক্ষের সমাবেশেকে কেন্দ্র করে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ উভয়পক্ষকে সংঘর্ষ থেকে বিরত রাখার চেষ্টা করে। বেলা ১১টার দিকে কোটাবিরোধী এবং ছাত্রলীগের সংঘর্ষ বাঁধে। দুপক্ষের সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য এবং রাবার বুলেটে এক আন্দোলনকারী আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষের সময় পুলিশ কয়েকজন কোটা আন্দোলনকারীকে আটক করে থানায় নিয়ে যায়। পরে কোটা আন্দোলনকারীরা শহরের বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদের জড়ো করার চেষ্টা করলে আওয়ামী লীগের নেতারা তাদের ফিরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক আন্দোলনকারী শহরের সাদেক কমপ্লেক্স মার্কেটের সামনে রাবার বুলেটে আহত হয়েছেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
পুলিশ জানানয়, আহত পুলিশ সদস্যদের পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা পুলিশ সুপার এবং সদর থানার ওসিকে বারবার কল দিলেও তারা ফোন রিসিভ করেননি।
মন্তব্য করুন