কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে রাহিম নামে ১৮ মাস বয়েসী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু রাহিম ওই এলাকার আবু হানিফের ছেলে।
মৃতের পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বিকেলে শিশু রাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন স্বজনরা। এ সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শিশু রাহিমকে মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. ফাহমিদা জাহান কালবেলাকে বলেন, হাসপাতালে আনার আগেই শিশু রাহিমের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, এখন বর্ষা মৌসুমে বাড়ির পাশের ডোবা, পুকুর বা জলাশয়ে পানি বৃদ্ধি পেয়েছে। এ সময়টাতে সাঁতার না জানা ছোট ছোট শিশুদেরকে নজরদারিতে রাখতে হবে। বাড়ির পাশে জলাশয় থাকলে তাতে নিরাপত্তা বেষ্টনি তৈরি করতে হবে।
মন্তব্য করুন