ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।
বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের পূর্বসদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাদারীপুর সদরের বাসিন্দা শাহজালাল পরিবহনের বাসচালক পান্নু সরদার, বিআরটিসি বাসের যাত্রী মৌলভীবাজার কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামের জমসের খানের ছেলে ও পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকির আলী খান। এ ছাড়া অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসি পরিবহনের একটি বাস ও মাদারীপুর থেকে ফরিদপুরগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বেপরোয়া গাড়ি চালানোর জন্যই এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জন। আমরা নিহতের বিষয়ে শাহজালাল পরিবহনের ড্রাইভার এবং সুপারভাইজার কথা শুনেছি। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। অল্প সময়ের মধ্যে সবার পরিচয় পাওয়া যাবে।
তিনি বলেন, আহত ২০ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন