ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কেউ কথা রাখেনি

নদীভাঙনের শিকার নদী তীরবর্তী পরিবার।। ছবি : কালবেলা
নদীভাঙনের শিকার নদী তীরবর্তী পরিবার।। ছবি : কালবেলা

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের ত্রিমহনীঘাট, হিন্দুপাড়া, কুমারপাড়া, জেলেপাড়া ও হঠাৎপাড়া এলাকায় করতোয়া নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, ফলের বাগান ও নানা স্থাপনা। নদী তীরবর্তী এসব এলাকার অর্ধশত পরিবার জমিজমা, ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। আশ্বাসের পর আশ্বাস মিললেও হয়নি কোনো সুরাহা।

প্রতি বছর নদীতে পানি কমা এবং বাড়ার সময় এ নদীর ভাঙনের তীব্রতা বেড়ে যায়। কিন্তু অদ্যবধিও এ ভাঙন রোধে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে প্রতি বছরই নদীভাঙনের শিকার হচ্ছেন এসব এলাকায় বসবাসরতরা। নদীভাঙন রোধে নদীর পার দিয়ে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণ জরুরি হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানান।

সরেজমিনে নদীভাঙনকবলিত ওই সব এলাকায় গিয়ে দেখা গেছে, পৌরশহরের নদী তীরবর্তী অর্ধশত পরিবার ভাঙনের কারণে তাদের ভিটেবাড়ি হারিয়ে পাশের এলাকায় টংঘর অথবা অন্য কোনো আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছেন।

ভাঙন কবলিত মিলন বালা (৬৫) বলেন, ‘বাবা হামার ঘোরক নদী ভাঙন থেকা বাঁচান। হামরা সবাই শেষ হয়া গেনু। এ বয়সে হামি কোটে যামো। হামার তো আর থাকার জায়গা নাই।’

আরেক বাসিন্দা দিলো (৬২) আক্ষেপের সুরে বলেন, ‘প্রত্যেক বছর নদী ভেঙে যাচ্ছে। কেউ পদক্ষেপ নেয় না। এমপির কাছে যাই, এমপি আশা দেয়। মেয়রের কাছে যাই, মেয়র আশা দেয়। ইউএনওর কাছে যাই, ইউএনও কয় হবে হবে, আর মেয়র বলে এটা আমাদের হাতে নয় পানি উন্নয়ন বোর্ডের হাতে। আমাদের সুব্যবস্থা কেউ করে না।’

ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন জানান, তার পৌরশহরের নদীতীরের মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে করতোয়ার ভাঙন। নদীর অব্যাহত ভাঙনে দিনে দিনে দীর্ঘ হচ্ছে নিঃস্ব মানুষের তালিকা।

তিনি বলেন, এর আগে এমপি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছিলেন। তাছাড়া আমি ভাঙন রোধে ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু কোনো ফল পাচ্ছি না।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ কালবেলাকে বলেন, যেহুতু এটা নদীভাঙন, আমাদের কাজেই হলো এসব কাজ করা। আমি যাচাই-বাছাই করে, পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতা আবদুস সালাম বিপ্লব বহিষ্কার

জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের যে আলোচনা হলো

ডিএমপির ২৭ কর্মকর্তাকে বদলি

সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ফুফাতো ভাইয়ের গোডাউন থেকে বিপুল সরকারি সামগ্রী উদ্ধার

ক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটি গঠন

কুমিল্লায় বন্যার্তদের উদ্ধারে অনন্য লেফটেন্যান্ট বায়েজিদ

চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২

জীবননগরে ১৫ কোটি টাকার আইস জব্দ

রংপুরে সাবেক সমাজকল্যাণমন্ত্রী, যুবলীগ নেতাসহ ১২৮ জনের নামে হত্যা মামলা

মালিবাগে পুলিশের গাড়িতে আগুন

১০

সাংবাদিক রাজিব মাহমুদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১১

বিনামূল্যে বাংলাদেশকে ৩০ হাজার টন পটাশ দেবে রাশিয়া

১২

‘চিড়া-মুড়ি-বিস্কুট কতক্ষণ চাবান যায়’

১৩

রাষ্ট্র সংস্কারের জন্য সবার সঙ্গে আলোচনার আহ্বান

১৪

নাহিদের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

হাসপাতালের জরুরি বিভাগে থাকেন না চিকিৎসক

১৬

৬ বছর আগে নীলফামারী থেকে হারানো ফাতেমাকে পাওয়া গেল আটোয়ারীতে

১৭

সাবেক প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের ব্যাংক হিসাব জব্দ

১৮

খালের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

১৯

আশ্রয়কেন্দ্রে সন্তান প্রসব করলেন গৃহবধূ

২০
X