কোটা আন্দোলনকে ঘিরে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কটূক্তি এবং অসম্মান করার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেটের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, সদর উপজেলা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
মানববন্ধনে মুন্সীগঞ্জের ছয়টি উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রতিবাদ কর্মসূচিতে মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সভাপতি মুন্সীগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছের সভাপতিত্বে মুক্তিযোদ্ধারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, রক্তে অর্জিত বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অসম্মান ও কটূক্তি তারা মেনে নেবেন না। প্রয়োজনে দাঁত ভাঙা জবাব দেবেন।
মন্তব্য করুন