টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে তিনটি স্বর্ণের দোকান, প্রাণ আরএফএলের শো-রুমসহ ৮ দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে উপজেলার কালিবাড়ি রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর রাত ৪টার দিকে কালিবাড়ি রোডের কাঁচাবাজার সংলগ্ন একটি চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। দোকানগুলো টিনের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ, মির্জাপুর, দেলদুয়ার, টাঙ্গাইল ও কালিয়াকৈর উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে ৮টি দোকান পুড়ে গেছে। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় ফায়ার সার্ভিস।
মির্জাপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মতিউর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সার্বিক সহযোগিতায় প্রায় ৪ ঘণ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৭ কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন