কালবেলায় সংবাদ প্রকাশের পর এবার দেড় মাসের খাদ্যপণ্যসহ ঘর তোলার জায়গা পেলেন গাইবান্ধার সুন্দরগঞ্জের সেই ৭৩ বয়সী বৃদ্ধা রোকেয়া।
সোমবার (১৫ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মন্ডলকে (পিআইও) সঙ্গে নিয়ে রোকেয়ার অস্থায়ী বসবাসের বাড়িতে হাজির হন ইউএনও মো. তরিকুল ইসলাম।
স্বামী, সন্তান ও গৃহহীন রোকেয়ার বাস্তব অবস্থা পরিদর্শনে গেলেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন ৩০ কেজি চাল, ৩ লিটার সয়াবিন তেল, ৩ কেজি লবণ, ৩ কেজি মসুরের ডাল, কেজি চিনি, মসলা ও হলুদসহ বিভিন্ন খাদ্যপণ্য। এ সময় ইউএনওকে হাতের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন রোকেয়া।
স্বামী, সন্তান ও গৃহহীন দুখিনী মায়ের প্রকৃত চিত্র তুলে ধরে কালবেলা একটি এক্সক্লুসিভ রিপোর্ট করেছে জানিয়ে ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, পৌরসভার আইডি কার্ড হওয়ায় তাকে ঘর দেওয়া হয়তো সম্ভব হবে না। তবে সম্পূর্ণ মানবিক কারণে রোকেয়াকে ঘর তোলার জন্য খুব দ্রুত দুই শতক জায়গা দেওয়া হবে।
এ দিকে, 'অর্ধাহারে চলছে রোকেয়ার জীবন দাবি শুধু একটি ঘর' শিরোনামে কালবেলায় সংবাদ প্রকাশের পরপরই রোকেয়ার জন্য একটি ঘর করে দিবেন বলে নিশ্চিত করেছেন আরেফিন মিডিয়া নামক একটি প্রতিষ্ঠান।
ও দিকে, বৃদ্ধাকে প্রয়োজনীয় ওষুধ ও ব্যবস্থাপত্র দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কালবেলা প্রতিনিধি এম এ মাসুদের ছেলে ডা. নাদিম মাহমুদ নিঝুম।
মন্তব্য করুন