কুষ্টিয়ার ভেড়ামারায় ধরমপুর ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) উদ্যোক্তা শিহাব রনির (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার (১৪ জুলাই) রাতে উপজেলার খেমিরদিয়ার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এসব তথ্য নিশ্চিত করেছেন।
শিহাব রনি উপজেলার ধরমপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের শামসুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দক্ষিণ ভবানীপুর থেকে খেমিরদিয়ার যাওয়ার পথে মোটরসাইকেলচালক শিহাব রনি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়।
এ বিষয়ে জুনিয়াদহ ইউনিয়নের ইউডিসি উদ্যোক্তা উজ্জ্বল হোসেন বলেন, এর আগে সে মারাত্মকভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার লতিফুর কবির বলেন, শিহাব রনি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। স্থানীয়রা তাকে নিয়ে হাসপাতালে আসার আগেই তিনি মারা যান।
ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম কালবেলাকে বলেন, তার পরিবারেরও কোনো অভিযোগ নেই। তাই মরদেহ আমরা স্বজনদের কাছে হস্তান্তর করেছি।
মন্তব্য করুন