দুর্ঘটনার একদিন পার হলেও চট্টগ্রামে একটি স্পেশাল ট্রেন থেকে লাফ দেওয়া সেই শিশুর পরিচয় মিলেনি। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। পরিচয় জানতে চট্টগ্রামে বিভিন্ন থানায় তার ছবি পাঠানো হয়েছে।
শনিবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে ঈদ স্পেশাল নামে একটি থেকে লাফ দেয় ওই শিশু।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা কালবেলাকে জানান, নগরীর খুলশী থানাধীন ৯ নম্বর ব্রিজ এলাকায় চলন্ত ট্রেন থেকে এক শিশু লাফিয়ে পড়ে। মাথায় গুরুতর আঘাতও পায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কথা হলৈ চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহিদুল ইসলাম কালবেলাকে বলেন, রাতে খুলশীতে চলন্ত ট্রেন থেকে এক শিশু লাফ দিলে মাথায় বেশি আঘাত পায়। ধারণা করা হচ্ছে ,আঘাতের কারণে সে কাউকে চিনতে পারছে না। নাম-পরিচয় ও ঠিকানা বলতে পারছে না। এখন সে চমেকে ভর্তি আছে। পরিচয় জানতে বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়েছে।
মন্তব্য করুন