নেত্রকোনার কলমাকান্দায় শ্রাদ্ধানুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) দুপুরে উপজেলার বড়খাপন ইউনিয়নের ঘোড়াডুবা হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার মোহনগঞ্জ উপজেলার সুনীল সরকারের স্ত্রী উজ্জ্বলা সরকার (৫৫) ও সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশারা গ্রামের রানা সরকারের স্ত্রী জলি সরকার (৫০)।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুলাই) উপজেলার বড়ইউন্দ গ্রামের মোরলবাড়ির গেীর শংকর তালুকদারের শ্রদ্ধানুষ্ঠান ছিল। বিভিন্নস্থান থেকে স্বজনরা ওই অনুষ্ঠানে যোগ দেন। শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর রোববার বেলা ১১টার দিকে ৩০ থেকে ৩৫ জন স্বজন বড়ইউন্দ গ্রাম থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে মধ্যনগরে রওয়ানা দেন। এ সময় হাওর পার হয়ে গোমাই নদীতে গেলেই স্রোতের তোড়ে কাত হয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় ওই পথ দিয়ে যাওয়া অন্য একটি নৌকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালায়। স্থানীয়দের সহযোগিতায় ও সাঁতরে অন্যরা পাড়ে উঠলেও দুই নারী উঠতে পারেননি। তাদের কিছুক্ষণ পর উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ওসি তদন্ত মো. জালাল উদ্দিন বলেন, গোড়াডুবা হাওরে নৌকা ডুবে দুজন নারী মারা গেছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন