নওগাঁর পত্নীতলায় বুড়িদহ বিলের পানি থেকে মিজানুর রহমান মিতু নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নজিরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর।
রোববার (১৪ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মিজানুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি নজিপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
নিহতের পরিবারের সদস্য ও পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে স্থানীয় লোকজন বিলের মধ্যে মরদেহ ভাসতে দেখে পত্নীতলা থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কাউন্সিলর মিতুর প্রতিবেশী নজিপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিল্টন উদ্দিন জানান, এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে না। বিষয়টি তদন্ত করে মৃত্যুর সঠিক কারণ বা রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য তিনি দাবি জানান।
নজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আফজাল হোসেন লাটিম জানান, নিহত মিতুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। সঙ্গত কারণেই এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে না। নিহতের পরিবারের বরাত দিয়ে পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, মিজানুর রহমান গত শুক্রবার দিবাগত রাতে নিজ বাসাতেই ছিলেন। শনিবার সকাল ১০টার দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।
তিনি বলেন, কাউন্সিলর মিজানুর রহমান মিতু মাদকাসক্ত ছিলেন। মাদকাসক্ত হওয়ার কারণে তার স্ত্রী-সন্তানরা কেউ তার সঙ্গে থাকে না। সন্তানদের নিয়ে স্ত্রী বাবার বাড়িতে থাকেন। ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত অবস্থায় বিলের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এটি হত্যাকাণ্ড না কি দুর্ঘটনাজনিত মৃত্যু তা খুঁজে বের করতে তদন্ত চলছে।
মন্তব্য করুন