নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আশ্রয়ণ প্রকল্পের পুকুর দখলে নিলেন সাবেক মেম্বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবস্থির আশ্রয়ণ প্রকল্পের পুকুর। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবস্থির আশ্রয়ণ প্রকল্পের পুকুর। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আশ্রয়ণ প্রকল্পের পুকুর দখলে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য মাহবুবুরের বিরুদ্ধে।

উপজেলার লাউরফতেপুর ইউনিয়নের আহম্মদপুরে পুকুরটি অবস্থিত। অভিযোগ উঠেছে, পুকুরটি দখলে নিতে সহযোগিতা করছেন গুচ্ছগ্রামে বসবাসরত জীবন মিয়া।

সূত্রে জানা যায়, আহম্মদপুর গুচ্ছগ্রামের প্রকল্প বাস্তবায়নের সময় প্রকল্পের অংশ হিসেবে ভূমিহীনদের স্বচ্ছল জীবনযাপনের উদ্দেশে ৮ একর চল্লিশ শতকের একটি পুকুর সুবিধাভোগী ৪০টি পরিবারের নামে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল।

অভিযোগকারীরা বলেন, দুর্ভাগ্যবশত আমরা সরসসরি গত ২৮ বছর এর সুবিধা পাচ্ছি না। জীবন মিয়া একাই স্থানীয় মেম্বার মাহাবুরসহ ওপর মহলের প্রভাব খাটিয়ে এর সুবিধা নিচ্ছেন। গত ২৭ জুন এসব বিষয়ে নবীনগর থানায় অভিযোগ করতে গেলে প্রতিবন্ধী কামাল মিয়াসহ সাতজনকে মারামারি মামলার আসামি দেখিয়ে গ্রেপ্তার করা হয়।পরে পাঁচ দিন জেল খাটার পর জামিনে আসেন তারা।

নবীনগর থানার এসআই কাসেম থানার ভেতরে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, মামলার এজাহারভুক্ত সাতজনকে আহম্মদপুর গুচ্ছগ্রাম থেকে গ্রেপ্তার করেছি। হাত না থাকলেও প্রতিবন্ধী কামাল মুখে উসকানি দিচ্ছিল।

এ বিষয়ে জানতে অভিযুক্ত জীবন মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। এ সময় তিনি সরাসরি কথা বলবেন বলে ফোন কেটে দেন।

সাবেক ইউপি সদস্য মাহবুবুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও ফোনটি রিসিভ হয়নি।

এদিকে গুচ্ছগ্রামের অসহায় প্রতিবন্ধী কামাল মিয়াসহ সাতজনকে থানার ভেতর থেকে গ্রেপ্তার করার বিষয়টি স্বীকার করেছেন মাহবুবুর মেম্বার। তিনি বলেন, আমি তাদের মামলা দিইনি। তাদের সঙ্গে আমার কথাকাটাকাটি হয়েছিল। মারামারি হয়েছে টানচাড়া গ্রামের লোকজনের সঙ্গে।

জানা যায়, ২৮ বছর আগে ভূমিহীন প্রতিবন্ধী কামালসহ ৪০ পরিবারের নামে আশ্রয়ণের ঘর ও পুকুর বরাদ্দ দিয়েছে সরকার। বরাদ্দের পর থেকে এ এলাকার মৃত নান্নু মিয়া ও পরে তার ছেলে জীবন মিয়া স্থানীয়দের প্রভাব খাটিয়ে পুকুর দখল করে নিয়েছে। এ বিষয়ে ৩৭টি পরিবার বারবার অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

লাউরফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, মাহবুর মেম্বার আধিপত্য বিস্তার করে ২৬ বছর ধরে গরিব-দুঃখীদের পুকুরটি দখল করে আছে। গুচ্ছগ্রামের অসহায় হতদরিদ্রদের হক যেন ফিরে পায় এ ব্যাপারে সংবাকর্মীদের সহযোগিতা কামনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিলে বিএনপি নেতার গুলির প্রতিবাদে বিক্ষোভ

রৌমারীতে ব্যবসায়ীদের আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত

৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ায় মামুনের বিরুদ্ধে যুবদলের মামলা

আওয়ামী লীগ নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে যোগদান

ক্ষমা পেয়ে আমিরাত থেকে ১২ জন ফিরছেন চট্টগ্রামে

‘ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার দুই ভাবে পরাজিত’

মহানবীকে (সা.) কটূক্তিকারী সেই যুবকের বিরুদ্ধে মামলা

শিবচর আঞ্চলিক সড়কে গ্রামবাসীর বৃক্ষরোপণ

মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ ধামাচাপা, ৭ দিন পর ফাঁস

১২ দিনেও মেলেনি রানীনগরে নিখোঁজ নার্গিসের সন্ধান

১০

দায়িত্বশীলদের নিয়ে সাতক্ষীরায় ছাত্র শিবিরের সমাবেশ

১১

আযহারী শিক্ষার্থীরা হবে বাংলাদেশ ও মিশরীয় ঐতিহ্যের সেতুবন্ধন : মিশরীয় রাষ্ট্রদূত

১২

রাজশাহীতে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

১৩

আন্দোলনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই

১৪

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক সমাবেশ

১৫

কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

১৬

পাকিস্তানের জলসীমায় বিপুল তেল-গ্যাস মজুতের সন্ধান

১৭

বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেকদের

১৮

পাবিপ্রবি ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে তুলে নেওয়ার অভিযোগ

১৯

জেল খেটেছি তবু শেখ হাসিনার মতো পালিয়ে যাইনি : সাবেক এমপি হাবিব

২০
X