আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

উপনির্বাচন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৪, আটক ২

সাতক্ষীরার আশাশুনির উপনির্বাচন নিয়ে দুই প্রার্থীর সংঘর্ষ। ছবি : কালবেলা
সাতক্ষীরার আশাশুনির উপনির্বাচন নিয়ে দুই প্রার্থীর সংঘর্ষ। ছবি : কালবেলা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরায় উপনির্বাচন নিয়ে দুই প্রার্থীর কর্মী-সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) বিকালে আশাশুনি উপজেলার খাজরায় ইউনিয়নের গদাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় আনারস প্রতীকের প্রার্থী আলহাজ অহিদুল ইসলাম ও তার কর্মী-সমর্থকরা মোটরসাইকেল যোগে খাজরা ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিলেন। এ সময় খাজরার সাবেক চেয়ারম্যান ও ঘোড়া প্রতীকের প্রার্থী আলহাজ শাহ নেওয়াজ ডালিমের বাড়ি সংলগ্ন রাস্তায় পৌঁছলে ঘোড়া ও আনারস প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হন। এ ছাড়া আনারস প্রতীকের দুজনকে আটকে রেখে তাকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান আনারস প্রতীকের প্রার্থী আলহাজ অহিদুল ইসলাম।

হামলাকারীদের বিষয়ে জানতে চাইলে অহিদুল ইসলাম বলেন, ঘোড়া প্রতীকের সমর্থক আমিরুল ইসলাম, মাসুদ রানা, তুহিন, আনারুল ইসলাম, রবি, হজরত আলী, ইউসুফ আলী, জুয়েল হোসেন, মোস্তাকিম, সিরাজুল ইসলাম সঙ্ঘবদ্ধ হয়ে আনারস প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়।

এ বিষয়ে ঘোড়া প্রতীকের প্রার্থী আলহাজ শাহ নেওয়াজ ডালিম বলেন, তার বাড়ি সংলগ্ন রাস্তায় অবস্থানরত সাধারণ মানুষকে আনারস প্রতীকের সমর্থকরা অন্যায়ভাবে সিমেন্টের ব্লক ছুড়ে মারাত্মকভাবে আহত করে। এ ঘটনায় রেহেনা পারভিন, সাইফুল ইসলামসহ ৭-৮ জন আহত হন। হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করে স্থানীয়রা।

তবে ডালিমের এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন প্রতিপক্ষ আনারস প্রতীকের প্রার্থী আলহাজ অহিদুল ইসলাম। এ সংঘর্ষের ঘটনায় তুয়ারডাঙ্গা ও গদাইপুর এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মো. ফজলুর রহমান, আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভয়পক্ষের সঙ্গে কথা বলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়পক্ষে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইম জোনের ধারণা এসেছে যেভাবে

সরকারের চাপে বাধ্য হয়ে ওজন কমালেন ৫৪২ কেজি

উত্তর আফ্রিকার মুসলিম দেশে নজর জিনপিংয়ের

‘উন্নয়নের নামে লুটপাট করেছে আ.লীগ সরকার’

২৩ নভেম্বর: ইতিহাসের আজকের এই দিনে

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

প্রথম দিনে উইন্ডিজ তুলল ২৫০ রান

গাঁজা-জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা কলেজ ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

১০

উইন্ডিজের প্রতিরোধ ভেঙে বাংলাদেশের স্বস্তি

১১

টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস / ট্রাম্প ব্যবসায়ী, আমরাও একজন ব্যবসায়িক অংশীদার চাই

১২

২০২৪ সালের হাইয়েস্ট কালেকশন দরদের : শাকিব 

১৩

নায়িকা পরীমনির প্রথম স্বামী নিহত

১৪

রাজনীতিতে আ.লীগের পুনর্বাসন ঠেকাতে হবে: নুর

১৫

নির্বাচন যত দ্রুত হবে, সমস্যা তত কমে আসবে : মির্জা ফখরুল

১৬

খাসজমির দখল নিয়ে সংঘর্ষে দুজন নিহত

১৭

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ক্রীড়াঙ্গন অন্যতম একটি মাধ্যম : আমিনুল হক 

১৮

তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল

১৯

আহত রানার পাশে ‘আমরা বিএনপি পরিবার’

২০
X