ঝালকাঠি সদরের ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনায় বাসচালক মোহন খানকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২৫ জুলাই) রাতে তাকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়।
সংবাদমাধ্যমে র্যাবের পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১৭
এ বিষয়ে বুধবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কারওয়ানবাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আয়োজনের কথা রয়েছে।
এর আগে সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় নলছিটি উপজেলার রাজাপুর থেকে বাসের সুপারভাইজার মিজান ওরফে ফয়সালকে গ্রেপ্তার করে র্যাব।
গত ২২ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আটজন নারী, ছয়জন পুরুষ ও তিন শিশুর মৃত্যু হয়। আহত ৩০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
মন্তব্য করুন