নরসিংদীতে সদর উপজেলার মাধবদী থানায় নিখোঁজের একদিন পর মুখ বাঁধা অবস্থায় জুবায়ের নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার মাধবদী থানার ভগীরথপুর এলাকা থেকে শিশু লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু জোবায়ের ভগীরথপুর এলাকার ঝালমুড়ি বিক্রেতা মিরাজ মিয়ার ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
নিহত শিশুর বাবা মিরাজ মিয়া বলেন, বুধবার (১০ জুলাই) বেলা আড়াইটার দিকে প্রতিবেশী এক কিশোরের সঙ্গে আমার স্ত্রী জ্যোৎস্না বেগমের কথাকাটাকাটি হয়। ওই দিন সন্ধ্যা থেকে জোবায়েরকে কোথাও পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার পর থেকে রাতভর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় আসি।
পুলিশ জানায়, ঘটনাটি তদন্তের দায়িত্ব পান মাধবদী থানার উপপরিদর্শক আরিফুর রহমান। তিনি পুরো ঘটনা শিশুটির পরিবারের কাছে শুনে ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে বাড়ির অদূরে ফাঁকা জায়গা থেকে কাপড়ে মুখ বাঁধা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। ওই কিশোর পুলিশের কাছে স্বীকার করেছে, ঝগড়ার জেরে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেছে সে।
মাধবদী থানার উপপরিদর্শক আরিফুর রহমান বলেন, অভিযুক্ত কিশোরকে এক সপ্তাহ আগে নারী নির্যাতনের একটি মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তিন দিন পর সে জামিন পেয়ে বের হয়ে আসে। জামিনে বেরিয়েই তুচ্ছ ঘটনায় শিশুটিকে হত্যা করল।
মাধবদী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান কালবেলাকে বলেন, অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন