লক্ষ্মীপুরে বাগানে সুপারির খোল (পাতা) খুঁজতে গেলে মিনু বেগম নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৯টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের মৃধ্যা বাড়ির বাগান থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত মিনু বেগম দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামের বটতলি এলাকার রহিম উদ্দিন মিঝি বাড়ির গাড়িচালক মমিন উল্যার স্ত্রী।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সোহেল রানা ও সদর মডেল ওসি সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত মিনুর বোন পারভিন আক্তার জানান, দুপুর ১টার দিকে মিনু বাগানে সুপারির খোল খুঁজতে যায়। প্রায়ই তিনি খোল খুঁজতে যান। আবার বিকেলের মধ্যেই চলে আসেন। কিন্তু আজ বিকেল পর্যন্ত না আসায় সবাই তাকে খুঁজতে বের হয়। কিন্তু কেউ তাকে খুঁজে পায়নি। এতে মাগরিবের পর ফের খুঁজতে বের হলে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে মৃধ্যার বাড়ির নির্জন বাগানে রক্তাক্ত অবস্থায় মিনুর লাশ পড়ে থাকতে দেখে স্বজনরা।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি হত্যাকাণ্ড। ওই নারীকে গলায় ও বাম হাতের কব্জিতে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, ঘটনাটি গভীরভাবে তদন্ত করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন