গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সহোদর ভাইসহ তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ -ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের নাছিরাবাদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাছিরাবাদ গ্রামের বাসিন্দা আসলাদ শেখের দুই ছেলে নাহিদ শেখ (৩০) ও জাহিদ শেখ (১৭)। অপরজন হচ্ছেন একই গ্রামের গোলান শেখের ছেলে শাকিল শেখ (১৯)।
স্থানীয়রা জানান, ওই তিন যুবক বাড়ি থেকে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জ পৌর শহরের দিকে আসছিল। মোটরসাইকেলটি নাছিরাবাদ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনই মারা যায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহাবুবর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবারের কাছে মরদেহ ৩টি হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় থানায় একটি মামলা করা হয়েছে।
মন্তব্য করুন