নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০১:২২ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

রেললাইনে ৫ মরদেহ, পরিচয় শনাক্ত ছাড়াই দাফন

নরসিংদী রেলওয়ে স্টেশনের বেওয়ারিশ কবরস্থান। ছবি : কালবেলা
নরসিংদী রেলওয়ে স্টেশনের বেওয়ারিশ কবরস্থান। ছবি : কালবেলা

নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধারের ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পরিচয় শনাক্ত করা যায়নি।

পরিচয় না পাওয়া গেলেও মঙ্গলবার (৯ জুলাই) ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশনের বেওয়ারিশ কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. শহিদুল্লাহ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (৮ জুলাই) রাত ১০টা থেকে ১২টার মধ্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এরপর মরদেহগুলো পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হলে দুর্গন্ধ ছড়াতে থাকে। বাধ্য হয়ে পরবর্তীতে সেগুলো স্টেশনের বেওয়ারিশ কবরস্থানে দাফন করা হয়। তবে তাদের পরনের কাপড় সংগ্রহে রাখা হয়েছে, মুখের লালা এবং দাঁত রাখা হয়েছে ফরেনসিক এবং ডিএনএ টেস্ট করার জন্য।

পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার কিনা এমন প্রশ্নের জবাবে ইনচার্জ মো. শহিদুল্লা বলেন, মুখের লালা রাখা হয়েছে, ফরেনসিক রিপোর্ট এলেই বোঝা যাবে। আর পরিচয় শনাক্তের জন্য নরসিংদীসহ পাশের জেলায় আমাদের সদস্য এবং সাধারণা মানুষ কাজ করছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের উপপরিদর্শক (এসআই) মো. জমির বলেন, মরদেহগুলোর কারো আঙুলের ছাপের সঙ্গে কোনো আইডি কার্ডের যোগসূত্র পাওয়া যায়নি। নিহতরা উদ্বাস্তু ধরনের মানুষ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া তাদের বয়স নিয়েও নিশ্চিত হওয়া যাচ্ছে না।

এর আগে সোমবার সকাল সাড়ে ৫টা থেকে ৭টার মধ্যে উপজেলার খাকচক এলাকায় তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ৫ জনের মৃত্যু হয় বলে ধারণা পুলিশের। জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে ৫টি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়।

পরে খবর দিলে সকাল পৌনে ১০টায় ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পৌঁছায়। নিহতরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে, রেললাইনে বসা অবস্থায় কাটা পড়েছে, নাকি অন্য কেউ মেরে মরদেহ রেললাইনে ফেলে রাখার পর কাটা পড়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পরে দুপুর ১২টায় পিবিআই ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করলে তারাও মরদেহের পরিচয় বের করতে পারেনি। পাঁচটি মরদেহের কারও আঙুলের সঙ্গেই জাতীয় পরিচয়পত্র মেলেনি।

প্রসঙ্গত, ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নিহতদের কোনো পরিচয় না পাওয়ায় ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকের ধারণা, তারা পাঁচজন পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার কিংবা মাদকাসক্ত হয়ে রেললাইনে পড়ে ছিল। তারপর তাদের ওপর ট্রেন গিয়ে ছিন্নভিন্ন করে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিলে বিএনপি নেতার গুলির প্রতিবাদে বিক্ষোভ

রৌমারীতে ব্যবসায়ীদের আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত

৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ায় মামুনের বিরুদ্ধে যুবদলের মামলা

আওয়ামী লীগ নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে যোগদান

ক্ষমা পেয়ে আমিরাত থেকে ১২ জন ফিরছেন চট্টগ্রামে

‘ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার দুই ভাবে পরাজিত’

মহানবীকে (সা.) কটূক্তিকারী সেই যুবকের বিরুদ্ধে মামলা

শিবচর আঞ্চলিক সড়কে গ্রামবাসীর বৃক্ষরোপণ

মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ ধামাচাপা, ৭ দিন পর ফাঁস

১২ দিনেও মেলেনি রানীনগরে নিখোঁজ নার্গিসের সন্ধান

১০

দায়িত্বশীলদের নিয়ে সাতক্ষীরায় ছাত্র শিবিরের সমাবেশ

১১

আযহারী শিক্ষার্থীরা হবে বাংলাদেশ ও মিশরীয় ঐতিহ্যের সেতুবন্ধন : মিশরীয় রাষ্ট্রদূত

১২

রাজশাহীতে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

১৩

আন্দোলনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই

১৪

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক সমাবেশ

১৫

কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

১৬

পাকিস্তানের জলসীমায় বিপুল তেল-গ্যাস মজুতের সন্ধান

১৭

বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেকদের

১৮

পাবিপ্রবি ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে তুলে নেওয়ার অভিযোগ

১৯

জেল খেটেছি তবু শেখ হাসিনার মতো পালিয়ে যাইনি : সাবেক এমপি হাবিব

২০
X