হৃদয় আহমেদ, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে ২০০ বছরের মসজিদ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামের ২০০ বছরের পুরনো মসজিদ। ছবি : কালবেলা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামের ২০০ বছরের পুরনো মসজিদ। ছবি : কালবেলা

এক গম্বুজবিশিষ্ট মসজিদটি ২০০ বছরের পুরোনো। এখনো জরাজীর্ণ অবস্থায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মসজিদটি। সংস্কার না করায় ফাটল দেখা দিয়েছে বিভিন্ন স্থানে। ধুলোবালি আর দেয়ালের শ্যাওলাতে বদলে গেছে মসজিদের রঙ।

এ অবস্থায় দূর থেকে বোঝার উপায় নেই এটি একটি মসজিদ। দূর থেকে সুন্দর না দেখা গেলেও কাছে গেলে দেখা মিলবে অপরূপ সৌন্দর্যের কারুকার্য। মসজিদের ভেতরের অংশে মিনারে রয়েছে খোদাই করা পাথরের নকশা। তবে রক্ষণাবেক্ষণের অভাবে পুরোনো এ মসজিদটির সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। স্থানীয়দের দাবি, শত বছরের এ মসজিদটি ব্রিটিশ আমলে নির্মিত। সংস্কার করা হলে টিকে থাকবে আরও দীর্ঘদিন।

মসজিদটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে অবস্থিত। মসজিদটি বড়বাড়ি জামে মসজিদ নামে পরিচিত।

স্থানীয়রা বলছেন, ১৮০০ খ্রিষ্টাব্দের কোনো এক সময় মসজিদটি নির্মাণ করা হয়েছিল। এ মসজিদে একসঙ্গে ২৫ জনের মতো মুসল্লি নামাজ আদায় করতে পারেন। তবে মসজিদটি বর্তমান সময়ে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। সে কারণে মসজিদের সামনে আয়তন বাড়িয়ে সেখানে নামাজ আদায় করছেন স্থানীয় মুসল্লিরা।

মসজিদে গিয়ে দেখা গেছে, ভেতরে প্রবেশের জন্য রয়েছে তিনটি দরজা। গম্বুজের ভেতরের চারপাশে রয়েছে কারুকার্য। মসজিদের নামে ৪০ শতক ভূমির ওপর এ ছোট মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদের চারকোণায় রয়েছে চারটি পিলার। যার ওপরে কলসির আকৃতিতে গম্বুজের কারুকার্য করা। এটি এক গম্বুজবিশিষ্ট মসজিদ।

জানা গেছে, মসজিদটি পোড়ামাটি, চুন ও একধরনের রাসায়নিক পদার্থ দিয়ে নির্মাণ করা হয়েছে। একসময় দূর-দূরান্ত থেকে মুসল্লিরা এ মসজিদে জুমার নামাজ আদায় করতে আসতেন।

স্থানীয় নাজমুল হাসান নামে স্থানীয় বাসিন্দা বলেন, মসজিদটি অনেকটাই পুরোনো। আমরা ধারণা করছি প্রায় ২০০ বছর হবে। সংস্কারের অভাবে এটি ধ্বংসের পথে রয়েছে। সংস্কার কাজ করা হলে ঐতিহাসিক এ স্থাপনাটি ধ্বংস হবে না।

মসজিদ কমিটির সভাপতি ও বড়খাপন ও পোগলা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. মশিউর রহমান সেলিম বলেন, বাপ-দাদার মুখে শুনছি, মসজিদটি আমার বংশের লোকেরা নির্মাণ করে গেছেন। আজ পর্যন্ত প্রায় ২০০ বছর পুরোনো হবে এই মসজিদটি। আমাদের বাড়ির পাশেই মসজিদটি অবস্থিত। পুরোনো এ মসজিদটি সংস্কার করে সংরক্ষণের প্রয়োজন।

বড়খাপন সাবেক ইউপি চেয়ারম্যান এ কে এম হাদিছুজ্জামান হাদিস বলেন, মসজিদটি ছোট হওয়ায় বেশি মুসুল্লি নামাজ আদায় করতে পারত না। পরে সরকারি টাকায় মসজিদের সামনে আয়তন বাড়িয়ে সেখানে নামাজ আদায় করছেন মুসল্লিরা। পুরোনো এ মসজিদের সংস্কার করে রঙ করা প্রয়োজন। এতে পুরোনো এই মসজিদের কারুকার্য ফুটে ওঠবে।

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুল কালবেলাকে বলেনম, এ পর্যন্ত মসজিদটি সংস্কারের দাবি নিয়ে কেউ আসেনি। কমিটির লোকজন আবেদন করলে স্থানীয় সংসদ সদস্যকে অবগত করব। আর আমরা খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিলে বিএনপি নেতার গুলির প্রতিবাদে বিক্ষোভ

রৌমারীতে ব্যবসায়ীদের আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত

৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ায় মামুনের বিরুদ্ধে যুবদলের মামলা

আওয়ামী লীগ নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে যোগদান

ক্ষমা পেয়ে আমিরাত থেকে ১২ জন ফিরছেন চট্টগ্রামে

‘ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার দুই ভাবে পরাজিত’

মহানবীকে (সা.) কটূক্তিকারী সেই যুবকের বিরুদ্ধে মামলা

শিবচর আঞ্চলিক সড়কে গ্রামবাসীর বৃক্ষরোপণ

মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ ধামাচাপা, ৭ দিন পর ফাঁস

১২ দিনেও মেলেনি রানীনগরে নিখোঁজ নার্গিসের সন্ধান

১০

দায়িত্বশীলদের নিয়ে সাতক্ষীরায় ছাত্র শিবিরের সমাবেশ

১১

আযহারী শিক্ষার্থীরা হবে বাংলাদেশ ও মিশরীয় ঐতিহ্যের সেতুবন্ধন : মিশরীয় রাষ্ট্রদূত

১২

রাজশাহীতে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

১৩

আন্দোলনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই

১৪

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক সমাবেশ

১৫

কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

১৬

পাকিস্তানের জলসীমায় বিপুল তেল-গ্যাস মজুতের সন্ধান

১৭

বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেকদের

১৮

পাবিপ্রবি ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে তুলে নেওয়ার অভিযোগ

১৯

জেল খেটেছি তবু শেখ হাসিনার মতো পালিয়ে যাইনি : সাবেক এমপি হাবিব

২০
X