মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১২:৩৫ এএম
অনলাইন সংস্করণ

রংপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মানববন্ধন করেছে এলাকাবাসী ও সাবেক শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
মানববন্ধন করেছে এলাকাবাসী ও সাবেক শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রংপুর মিঠাপুকুরের মিয়ারহাট আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।

সোমবার (৮ জুলাই) সকালে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের মিয়ারহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযোগের প্রেক্ষিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও সাবেক শিক্ষার্থীরা।

এর আগে শুক্রবার (৫ জুলাই) বিধি বহির্ভূতভাবে টেন্ডার ছাড়াই প্রতিষ্ঠানের মাঠের একটি গাছ বিক্রির ঘটনায় এলাকাবাসী গাছের গোলাই ভর্তি ভ্যান আটক করলে পুলিশ গাছের গোলাইগুলো ইউনিয়ন পরিষদের জিম্মায় দেন।

মানববন্ধনে উপস্থিত সোহানুর রহমান জানান, মিয়ারহাট আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাদল মিয়া ও সহকারী শিক্ষক কামরুল ইসলামের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে ২২ লাখ টাকা আত্মসাৎ এবং বিদ্যালয়ের গাছ চুরির প্রতিবাদে আমরা এলাকাবাসী ও সাবেক বর্তমান শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেছি। আমরা চাই অবিলম্বে এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বরখাস্ত করে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল করে অভিভাবক সদস্যদের দিয়ে নির্বাচিত কমিটি গঠন করা হোক।

এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে রংপুর জেলা প্রশাসক, রংপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মিঠাপুকুর ইউএনও ও মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করলেও এখনও কোন ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ স্থানীয়দের।

মিয়ারহাট আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বরখাস্ত হওয়া প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও কাফ্রিখাল ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, ২০১৫ সাল থেকে সম্পূর্ণ বেআইনিভাবে আমাকে বরখাস্ত করে রাখা হয়েছে। হাইকোর্টের আদেশ অনুযায়ী ১৮০ দিনের বেশি কোন শিক্ষককে সাময়িক বরখাস্ত করে রাখা যাবে নাহ। কিন্তু হাইকোর্টের আদেশ লঙ্ঘন করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধি বহির্ভূতভাবে নিজের মনগড়া লোক দিয়ে এডহক কমিটি গঠন করে আমাকে একটানা নয় বছর থেকে বরখাস্ত করে রেখেছে।

দাতা সদস্য মঞ্জুরুল ইসলাম বলেন, নিয়োগ দেওয়ার নাম করে আমাদের থেকে জমি ও ২ লাখ ৫০ হাজার টাকা নিয়েও চাকরি দেননি অভিযুক্ত প্রধান শিক্ষক।

সুধী সমাজের রাকিবুল ইসলাম রিপন ও নাসিরুল হক রাজু বলেন, নিয়োগ বাণিজ্যের ২২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমরা তার হিসাব চাই। টেন্ডার বিহীন চুরি করে গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন তিনি।

এ বিষয়ে কথা বলতে বিদ্যালয়টির বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদল মিয়ার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মমিন মন্ডল জানান, আজকের মানববন্ধনের সার্বিক বিষয়ে আমার জানা নেই। গাছ বিক্রির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রংপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এনায়েত হোসেন মুঠোফোনে জানান, আমি মিটিংয়ে আছি। টেন্ডার ছাড়াই গাছ কাটার বিষয়ে আমার অফিসে অভিযোগ দিয়ে থাকলে আমি বিষয়টি তদন্ত করবো। মানববন্ধনের বিষয়ে আমার জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ পরিচয়ে দখলবাণিজ্য এসপি শামীমা ইয়াসমিনের

ওয়ানডে সিরিজেও মুশফিককে নিয়ে শঙ্কা

বিধানসভা উপনির্বাচন / পশ্চিমবঙ্গে ৬ আসনেই তৃণমূলের জয়

জোর করে পদত্যাগ করানো সেই উপাধ্যক্ষের হৃদরোগে মৃত্যু!

বিচ্ছেদের যন্ত্রণা নিয়ে পরীমণির স্ট্যাটাস

টেস্টে হাসানের দারুণ রেকর্ড

নির্দোষ ব্যক্তিদের নামে হওয়া মামলা আইন মেনে প্রত্যাহারের নির্দেশ

ব্র্যাকের মানসিক স্বাস্থ্যসেবা হটলাইন ‘মনের যত্ন’ চালু

৮ মাসে কোরআন মুখস্থ করলেন ৮ বছরের ওমর

নৌবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনাবাহিনী

১০

বিধানসভা নির্বাচন / ঝাড়খণ্ড জনমুক্তি-কংগ্রেসের, মহারাষ্ট্রে বিজেপি জোটের জয়

১১

বেসিস ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

১২

নেতাদের বাঁচার উপায় বাতলে দিলেন তারেক রহমান

১৩

গল্পে গল্পে পাপনকে খোঁচা ফারুকের

১৪

পাকিস্তানে কাল আরেক অভ্যুত্থান হবে?

১৫

ছাত্র আন্দোলনে ‘২৮ রাউন্ড গুলি’ করা সেই তৌহিদ গ্রেপ্তার  

১৬

‘অনন্যা সাহিত্য পুরস্কার ১৪৩১’ পেলেন নূরে জান্নাত ও নুসরাত নুসিন

১৭

আড়াই কোটি টাকা আত্মসাৎসহ নানা অভিযোগে সেই অধ্যক্ষ বরখাস্ত

১৮

ঢাকাবাসীকে যে কোনো উপায়ে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার

১৯

অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়ে বিএনপি নেতাকর্মীর হাতে পিটুনি

২০
X