রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিপৎসীমার ৪০ সেমির ওপরে ধরলার পানি, স্পার বাঁধে ধস

তিস্তার স্পার বাঁধে ধসের খবরে তাৎক্ষণিক জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ড। ছবি : কালবেলা
তিস্তার স্পার বাঁধে ধসের খবরে তাৎক্ষণিক জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ড। ছবি : কালবেলা

লালমনিরহাটে তিস্তার পানি কমলেও ধরলা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সদর উপজেলার ৩টি ইউনিয়নের ধরলা নদীতীরবর্তী নিম্নাঞ্চলের ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

রোববার (৭ জুলাই) তিস্তা ডালিয়া পয়েন্টে বিকেল ৩টায় পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এর আগে একই পয়েন্টে সকাল ৯টায় পানি বিপৎসীমার অনেকটা কাছাকাছি মাত্র ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে গেল ৬ ঘণ্টায় পানি কমেছে ৬ সেন্টিমিটার।

এদিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা তিস্তা নদীর স্পার বাঁধে দেখা দেয় ধস। খবর পেয়ে তাৎক্ষণিক জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে আতংকে দিন কাটাচ্ছেন তিস্তা ভাটি এলাকার লাখো মানুষ।

শনিবার বিকেলে মহিষখোচা গোবর্ধন তিস্তা ২নং স্পার বাঁধের সংযোগ স্থলে ধস দেখা দেয়। ধীরে ধীরে ধস প্রকট আকার ধারণ করলে তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ ফেলা শুরু হয়। তবে সাময়িকভাবে আটকানো গেলেও পানি বাড়লে পুরো বাঁধ ধসের শঙ্কা রয়েছে। এতে ভাটিতে থাকা অন্তত পাঁচ হাজার পরিবার ঝুঁকির মুখে রয়েছে।

জানা গেছে, গত শুক্রবার ও শনিবার উজানের ঢলের সঙ্গে ভারি বৃষ্টিপাতে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হওয়ায় তিস্তা নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যা দেখা দেয়। পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, দোয়ানী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, সিঙ্গামারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না, চর সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা, সদর উপজেলার খুনিয়াগাছ, কালমাটি, রাজপুর, গোকুণ্ডা ইউনিয়নের তিস্তা নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের পরিবারগুলো পানিবন্দি হয়ে পড়েন। এখনও নিম্নাঞ্চলের অনেক বসতবাড়িতে পানি রয়েছে। তবে রোববার বিকেলে পানি কিছুটা কমেছে।

অপরদিকে ধরলা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছে সদর উপজেলার মোগলহাট ও কুলাঘাট ও বড়বাড়ি ইউনিয়নের ৫হাজার পরিবার। নির্ঘুম রাত কাটাচ্ছেন ধরলা চরের মানুষ।

আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা চরের কৃষক নজরুল ইসলাম বলেন, যখন নদীতে পানি থাকে না তখন পানি উন্নয়ন বোর্ডের লোকজন এর খবর রাখে না। এখন পানি বেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ স্পার-২ এ ধস হয়েছে, এখন জিও ব্যাগ ফেলছে। আগে ব্যবস্থা নিলে কয়েকটি বাড়ি রক্ষা পেত।

সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা এলাকার ধরলা নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দা আব্দুর রাজ্জাক জানান, শনিবার রাতে হঠাৎ অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়ে বসতবাড়িতে পানি ওঠে। এতে ভিজে যায় গরুর খড়ের পুঞ্জ। ডুবে গেছে রাস্তা ঘাট। রান্না করতে না পেরে পরিবার নিয়ে শুকনো খাবার খেয়ে আছি।

লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, তিস্তা নদীর পানি কিছুটা কমলেও ধরলা নদীর পানি বেড়ে নদীর শিমুলবাড়ি পয়েন্টে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিচু অনেক এলাকা প্লাবিত হয়েছে। তিস্তা বাঁধের সিসি ব্লক ধসে যাওয়ায় জরুরিভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন থেকে রক্ষা করা হচ্ছে। প্রয়োজনে আরও জিও ব্যাগ ফেলা হবে। তীরবর্তী মানুষের আতংকিত হওয়ার কিছু নেই। আমরা সবসময় তাদের পাশে আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট কারাগারেই চিকিৎসা চলছে সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের

৬ কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ : মাহফুজ

রায় দিয়ে ‘বাবার ট্রাস্টে’ টাকা নেন বিচারপতি

‘সাংবাদিকরা সমাজে মেডিয়েটরের ভূমিকা পালন করে থাকেন’

দুর্গাপূজায় সনাতনীদের সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি : মাহবুবের শামীম

নাসা স্পেস অ্যাপস প্রতিযোগিতায় ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন জবি

ষড়যন্ত্র বানচালে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : প্রিন্স

কার হাতে কত সোনার মজুত?

পিএসসির চাকরির পরীক্ষা নিয়ে সমন্বয়ক সারজিসের স্ট্যাটাস

যে কোনো সময় ইরানে হামলা চালাবে ইসরায়েল

১০

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঢাকার শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

১১

লন্ডন থেকে দেশে ফিরছেন টুকু

১২

কলেজ অধ্যক্ষকে বাঁচাতে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি

১৩

প্রতিটি শহীদ পরিবারকে পাঁচ কোটি টাকা দেওয়া উচিত : মেজর হাফিজ

১৪

সংসদের মেয়াদ ৪ বছর চায় গণঅধিকার পরিষদ

১৫

আন্দোলনে হামলাকারী হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মনিরুল গ্রেপ্তার

১৬

বিএনপি সম্প্রীতির রাজনীতি করে : আমিনুল হক

১৭

আ.লীগ শাসনামলেই হিন্দু সম্প্রদায় বেশি অত্যাচারিত হয়েছে : অ্যাডভোকেট সালাম

১৮

চীনের ক্যান্টন ফেয়ারে ৪র্থ বার অংশ নিচ্ছে ওয়ালটন

১৯

মেয়েদের এতিমখানায় গিয়ে কেন ‘রেগে গেলেন’ জাকির নায়েক?

২০
X