ময়মনসিংহের ভালুকায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিট বদল করা ও নকল সঙ্গে রাখার দায়ে এক শিক্ষক ও ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৭ জুলাই) সকালে উপজেলার উপজেলার বিরুনিয়া ইউনিয়নের মাহমুদপুর সাহেরা সাফায়েত কলেজের কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বহিষ্কৃত ৮ শিক্ষার্থী হলেন উপজেলার মেজর ভিটা এলাকার মর্নিং সান মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। বহিষ্কৃত শিক্ষক মোস্তাফিজুর রহমান হলেন সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলি নূর খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এইচএসসি পরীক্ষার কেন্দ্র সাহেরা সাফায়েত কলেজে শিক্ষার্থীরা বসার সিট বদল করা ও সঙ্গে নকল রাখার দায়ে সাহেরা সাফায়েত কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান ও উপজেলার মেজর ভিটা এলাকার মর্নিং সান স্কুল অ্যান্ড কলেজের ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
ইউএনও আরও বলেন, মর্নিং সান মডেল স্কুল অ্যান্ড কলেজ নিয়ে আগে থেকেই আলোচনা ছিল। গত বছরও পরীক্ষাতেও অসদুপায়ের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। তারা শিক্ষকদের সঙ্গে চুক্তি করে পরীক্ষা দিতে আসেন।
শিক্ষক ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রের সচিবসহ সবাইকে সতর্ক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ব্যাপক গাফিলতি লক্ষ করেছি। আমাদের নজরদারিও বাড়ানো হবে। তাদের সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৩০ জুন মাহমুদপুর সাহেরা সাফায়েত কলেজ কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায়ে সহযোগিতা করায় শিক্ষক সাদিকুর রহমান ও মর্নিং সান স্কুল অ্যান্ড কলেজের ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল।
মন্তব্য করুন