পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ১ কেজি ৬৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম ওজনের একটি সোনার বার জব্দের পাশাপাশি এক চোরাচালানিকে আটক করেছে বিজিবি।
রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ভোমরার লক্ষ্মীদাড়ি মধ্যপাড়া সীমান্ত এলাকা থেকে এই সোনাসহ তাকে আটক করা হয়। আটক সোনার দাম ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার টাকা।
বিজিবি জানা যায়, সোনার একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা বিওপির একটি টহল দলের সদস্যরা লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সকাল সাড়ে ৭টার দিকে এক ব্যক্তিকে ভোমরা লক্ষ্মীদাড়ি মধ্যপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতের দিকে যেতে দেখে তাকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। এ সময় তার দেহ তল্লাশি করে ১ কেজি ৬৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম ওজনের একটি সোনার বার উদ্ধার করা হয়।
বিজিবি ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সোনাসহ আটক ব্যক্তিকে ব্যাটেলিয়ান সদর দপ্তরে নেওয়া হয়েছে। নাটক ব্যক্তির নাম ঠিকানাসহ বিস্তারিত পরে জানানো হবে।
মন্তব্য করুন