শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

লরি-অটোরিকশার সংঘর্ষে বাবা নিহত, সন্তানের হাত বিচ্ছিন্ন

দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে লরি ও অটোরিকশার সংঘর্ষের মফিজুল ইসলাম নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

এ ঘটনায় নিহতের সাত বছর বয়সী ছেলের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত হয়েছেন অটোরিকশাচালকও।

শনিবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের চৌধুরীঘাট বেইলী ব্রিজের উত্তরপাশে জৈনা বাজার টু কাওরাইদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পোশাক শ্রমিক মফিজুল ইসলাম উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের বাসিন্দা। তিনি পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। আহত অটোরিকশাচালক উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধাই গ্রামের আব্দুল কাদিরের ছেলে মোস্তফা কামাল।

নিহতের শ্বাশুড়ি ঝর্ণা বেগম বলেন, আমার মেয়ের জামাই ও নাতি আমার বাড়িতে বেড়াতে আসছিল। সকালে আমাকে জামাই ফোন করে বিষয়টি জানায়। এরপর দুপুরের পর রওনা হয়। কিন্তু বিকেল হলেও তাদের আসতে দেরি হচ্ছে ভেবে আমি মেয়ের জামাইকে ফোন করলে নম্বর বন্ধ পাই। এরপর আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পারি চৌধুরীঘাট এলাকায় একজন লোক মারা গেছে। একজন শিশু আহত হয়েছে। এরপর দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মেয়ের জামাইয়ের মরদেহ দেখতে পাই। এখন পর্যন্ত আমি নাতির কোনো খোঁজ খবর পাইনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা যাত্রী নিয়ে কাওরাইদের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ করে একটি বিড়াল অটোরিকশার সামনে পড়লে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় একটি লরি গাড়ির নিচে পড়লে একজন নিহত হন। এক শিশুর একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। অটোরিকশাচালক চালক মোস্তফা গুরুতর আহত হয়েছেন। অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। স্থানীয়রা শিশু ও চালককে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে পাঠিয়েছেন।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুস সামাদ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে অবহিত করেছি। ঘটনাস্থলে একজন মারা গেছেন। একজন শিশু ও অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থল থেকে শিশু ও তার বিচ্ছিন্ন হাতসহ তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ওসি আকবর আলী খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত লরিগাড়ি ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

তিনি বলেন, লরি গাড়ির চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র সচিবের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো?

‘ভুয়া সংবাদ’ ধরিয়ে দেবে যে টুল

ঈদে আসছে জুয়েলের পিনিক

বায়ু দূষণের শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী

‘জনগ‌ণের সম্পদ খাওয়া আর জাহান্না‌মের আগুন খাওয়া সমান’

কমছে তাপমাত্রা, শীত জেঁকে বসবে কবে?

‘আ.লীগ নির্বিচারে মানুষ মেরে রাজনীতি করার অধিকার হারিয়েছে’

তারেক রহমান সবসময় পাশে আছেন, থাকবেন : মীর হেলাল

দশ দিনেও মুক্তি মেলেনি ৪ বাংলাদেশির

আজ টিভিতে যেসব খেলা দেখা যাবে

১০

ছাত্রদল নেতাকে বেধড়ক পেটানোর অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

১১

লেবাননে এক দিনে নিহত ৫৯

১২

টাইম জোনের ধারণা এসেছে যেভাবে

১৩

সরকারের চাপে বাধ্য হয়ে ওজন কমালেন ৫৪২ কেজি

১৪

উত্তর আফ্রিকার মুসলিম দেশে নজর জিনপিংয়ের

১৫

‘উন্নয়নের নামে লুটপাট করেছে আ.লীগ সরকার’

১৬

২৩ নভেম্বর: ইতিহাসের আজকের এই দিনে

১৭

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

প্রথম দিনে উইন্ডিজ তুলল ২৫০ রান

২০
X