নিজের পায়ে না দাঁড়িয়ে মেয়েদের বিয়ে না করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)।
শনিবার (৬ জুলাই) গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ৮ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে সিংহশ্রী ইউনিয়ন হেডকোয়ার্টার থেকে আমরাইদ বাজার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় ৬ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে টোক ইউনিয়ন হেডকোয়াটার-বোড়িবাড়ি রাস্তা ভায়া কেন্দুয়াবু রাস্তা উন্নয়নের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের অনেকদিনের দাবির প্রেক্ষিতে রাস্তা উন্নয়নের কাজ শুরু হলো। কাপাসিয়া উপজেলাবাসীর সকল শ্রেণির মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কাজ করছে। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়ন কার্য যাথাক্রমে সম্পন্ন হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, কাপাসিয়া হবে একটি স্মার্ট-আধুনিক আদর্শ উপজেলা। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা স্মার্ট আধুনিক কাপাসিয়া উপজেলা গড়ে তুলব।
তিনি বলেন, মানুষের উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন অর্জন করা সম্ভব নয়। মানুষকেই মানুষের পাশে দাঁড়াতে হবে। একে অপরের সহযোগিতা করতে হবে, শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যতের রূপরেখা করতে হবে।
মন্তব্য করুন