মুন্সীগঞ্জের সদর উপজেলায় একটি সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন।
শনিবার (৬ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার সিপাহিপাড়া-মুক্তারপুর সড়কের বনিক্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামের মফিজুল বেপারি স্ত্রী লিপি বেগম ও ১০ মাস বয়সী মেয়ে আলিশা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়ে আলিশাকে নিয়ে অটোরিকশা করে সিপাহিপাড়ার দিকে যাচ্ছিলেন লিপি বেগম। এ সময় বনিক্যপাড়া এলাকার শান্তিনগর ব্রিজের ঢালে মুক্তারপুরগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় মা-মেয়ে সড়কে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় ট্রাকে আগুন ধরিয়ে দেয় স্থানীয় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মন্তব্য করুন