মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় হবে শিবচরে : আইনমন্ত্রী

মাদারীপুরের শিবচরে আইন বিশ্ববিদ্যালয়ের জমি পরিদর্শনে আইনমন্ত্রী আনিসুল হক ও অন্যরা। ছবি : কালবেলা
মাদারীপুরের শিবচরে আইন বিশ্ববিদ্যালয়ের জমি পরিদর্শনে আইনমন্ত্রী আনিসুল হক ও অন্যরা। ছবি : কালবেলা

মাদারীপুরের শিবচরে দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে একটি আইন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। যার নাম হবে, বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয়। পরিকল্পনা করেছি সেই বিশ্ববিদ্যালয়টি শিবচরে করা হবে।

শনিবার (৬ জুলাই) সকালে মাদারীপুরের শিবচরে আইন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জায়গা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আমরা খুব আনন্দিত। বিশ্ববিদ্যালয় ছাড়াও শিবচরে বিচার বিভাগ থেকে আরও একটি প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। চিফ জুডিশিয়াল একাডেমি করার জন্য প্রস্তাব পাস করা হয়েছে। এ প্রতিষ্ঠানের জন্য জমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা প্রদানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, আমরা এসেছি বিশ্ববিদ্যালয়ের জন্য জমি পরিদর্শন করতে। বিশ্ববিদ্যালয়ের জন্য মাদারীপুরের শিবচরের বিভিন্ন স্থানে ৩টি জায়গা পরিদর্শন করেছি। স্থানগুলো হলো- পদ্মা সেতুর কাছাকাছি কুতুবপুরে পদ্মা রেলস্টেশনের পাশে, পাঁচ্চর ইউনিয়নের বড় দোওয়ালী, শিবচর পৌরসভার চর শামাইল। এখানেই হবে দেশের মধ্যে প্রথম আইন বিশ্ববিদ্যালয়।

মন্ত্রী আরও বলেন, এগুলোর মধ্যে যে স্থানটি আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উপযুক্ত বলে মনে হবে আমরা সেই স্থানটি বেছে নেব। কয়েক দিনের মধ্যেই আমরা জানিয়ে দিব, কোন স্থানটিতে বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে।

আনিসুল হক বলেন, তবে আশা করি, বাংলাদেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয়টি শিবচরেই স্থাপিত হবে। এ ছাড়া দেশে চলমান কোটাবিরোধী আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো বিষয়ে আদালতে মামলা চলাকালীন প্রসঙ্গে আমি কখনোই কোনো মন্তব্য করি না। আজকেও এ বিষয়ে কোনো মন্তব্য করব না।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ গোলাম সারোয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, আইনমন্ত্রীর একান্ত সচিব দীপঙ্কর রায়।

আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, মাদারীপুরের (ভারপ্রাপ্ত) জেলা জজ তারেক মইনুল ইসলাম ভূঁইয়া, মাদারীপুর নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন, মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. সেলিম মিয়া, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ জুতাতে টেস্ট ক্যারিয়ার আঁকা অ্যান্ডারসনের

নির্বাচনী বরাদ্দের টাকা লোপাটের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

যবিপ্রবি শিক্ষার্থীদের অবরোধ, যশোরের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ 

উত্তরাঞ্চলের নদীর পানি বাড়ছে, ভারি বৃষ্টি ও পাহাড়ধসের সতর্কবার্তা

এইচএসসি পরীক্ষা / পদার্থের প্রথম পত্রের বদলে এলো দ্বিতীয় পত্রের প্রশ্ন

রূপায়ণ গ্রুপের অর্ধবার্ষিক সেলস কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত

প্রবাসীর স্ত্রীকে অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতা বহিষ্কার

পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ দখলে নিয়েছেন শিক্ষার্থীরা

মধুর ক্যান্টিনে জড়ো হচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

৩০ লাখে প্রশ্ন পেয়েও ভালো করতে পারেননি পরীক্ষার্থীরা!

১০

শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি মেনে নিন : খেলাফত মজলিস

১১

বৃষ্টি উপেক্ষা করেই জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

১২

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা, চারজনের মৃত্যুদণ্ড

১৩

পুলিশের ব্যারিকেড ভেঙে পল্টনে জবি শিক্ষার্থীরা

১৪

কোটা আন্দোলনকারীরা মনে হয় লিমিট ক্রস করে যাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৫

চবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ

১৬

সরকারের সঙ্গে আদালতের যেন একটা টেলিপ্যাথিক সম্পর্ক আছে : রিজভী

১৭

বাবা হলেন ‘হাবু ভাই’

১৮

শিরোপার জন্য লড়াই করতে চায় বাংলাদেশ

১৯

‘কোটাবিরোধী আন্দোলনকে সরকারবিরোধী করার চেষ্টা করছে বিএনপি’

২০
X