রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিন নিয়ে বিরূপ মন্তব্যকারীরা স্বাধীনতাবিরোধী : পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান। ছবি : কালবেলা
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান। ছবি : কালবেলা

সেন্টমার্টিন নিয়ে যারা বিরূপ মন্তব্য করে তারা স্বাধীনতাবিরোধী বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে রাজশাহী কালেক্টরেট মাঠে বাংলাদেশ ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সেন্টমার্টিন নিয়ে যারা বিরূপ মন্তব্য করেন তারা বাংলাদেশের ভালো চায় না। তারা এই দেশের স্বাধীনতাবিরোধী।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী এই রাজশাহীর ভেতর দিয়ে অনেক কানেক্টিভিটি শুধু বাংলাদেশ নয়, ভারত-নেপাল-ভুটানের কানেক্টিভিটি বাড়ানোর জন্য চেষ্টা করেছে। কানেক্টিভিটি মানেই ডেভলপমেন্ট, কানেক্টিভিটি মানেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন। আমি আশা করি এই কানেক্টিভিটি ব্যবহার করে রাজশাহী অঞ্চলের লোকজন এই ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন করবে।

তিনি আরও বলেন, আপনারা ইতোমধ্যে দেখেছেন, রাজশাহী বিমানবন্দরের নানামুখী উন্নয়নের জন্য কাজ করছি। এটাকে একটি আন্তর্জাতিক বিমানবন্দরের রূপান্তর করা যায় কি না, বিদেশ থেকে ফ্লাইট আসবে তারও ব্যবস্থার জন্য চিন্তা ভাবনা আমার করছি। সেক্ষেত্রে এখান থেকে কার্গো নামবে। সরাসরি আম চলে যাবে। আমরা এখন ৫৫টি দেশে আম রপ্তানি করছি। সরাসরি আম অন্যান্য দেশে চলে যাবে।

মন্ত্রী বলেন, আমরা রাজশাহীর একটি চরে পর্যটক নগরী তৈরি করব। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জে একটি আধুনিক রিসোর্ট নির্মাণ করব।

অনুষ্ঠানে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মাসুদুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ার মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জ ডিআইজি অনিসুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী মহানগর আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল প্রমুখ।

বাংলাদেশ ফেস্টিভ্যালে এবার মোট ৬৭টি স্টল রয়েছে। এই স্টলগুলোতে দেশের বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। পাশাপাশি ঐতিহ্যবিষয়ক জিনিসও বিক্রি করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনে জরিমানা

কোটার বিরুদ্ধে এবার মাঠে নামছে বুয়েট শিক্ষার্থীরা

দাফনের ৮ মাস পর কবর থেকে বৃদ্ধার লাশ উত্তোলন

খুলনায় দুদি‌নের ব‌্যবধা‌নে যুবলীগের আরেক নেতা খুন

ভারি বর্ষণ হতে পারে যেসব বিভাগে

সাংবাদিকের ওপর আ.লীগ নেতার আতর্কিত হামলা

কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ

সিলেটে বন্যার মধ্যেই বৈরী পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার

ডাকাতি হলেও মোবাইল হারানোর জিডি নিল পুলিশ

২১ কোটি ৬০ লাখ টাকায় বিক্রি নেপোলিয়নের পিস্তল

১০

কারবালায় সত্য-মিথ্যার দ্বন্দ্বে ইমাম হোসাইনের (রা.) নেতৃত্বে সত্যের বিজয় ঘটেছে

১১

বিএনপির হাইকমান্ডের সঙ্গে মিডিয়া সেলের মতবিনিময়

১২

কোটা ব্যবস্থা : কতটা যৌক্তিক ও নীতিসম্মত?

১৩

আফগানিস্তানকে বন্ধু হিসেবে ঘোষণা দিলেন পুতিন!

১৪

কৃষিক্ষেত্রে অবদান / চট্টগ্রামের প্রথম নারী হিসেবে এআইপি সম্মাননা পেলেন সাহেলা

১৫

ছাত্রসমাজ প্রধানমন্ত্রীর কাছে কোটার যৌক্তিক সমাধান চায়

১৬

প্রশ্নফাঁসের টাকা কী করেছেন, জানালেন আবেদ আলী

১৭

মাছের ব্যবসার আড়ালে পরকীয়া করেন আ.লীগ নেতা

১৮

বিএনপি মহাসচিবের সঙ্গে মহানগরের নতুন নেতাদের সাক্ষাৎ

১৯

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান এবি পার্টির

২০
X