কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পাখির অভয়াশ্রম জাহাঙ্গীর মাস্টারের বাড়ি

জাহাঙ্গীর মাস্টারের বাড়ি পাখির অভয়াশ্রম। ছবি : কালবেলা
জাহাঙ্গীর মাস্টারের বাড়ি পাখির অভয়াশ্রম। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সাগরতলা গ্রামের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক জাহাঙ্গীর আলম মাস্টারের বাড়িতে বসতবাড়ির বিভিন্ন গাছে বাসা বেঁধে বংশবিস্তার করছে বক, সারস, পানকৌড়ি, রাতচরা ও ঘুঘুসহ নানা প্রজাতির অতিথি পাখি।

কিচিরমিচির শব্দে মুখরিত পুরো এলাকা। আশির দশক থেকেই অতিথি পাখিরা তার বাড়ির গাছগুলোতে বাসা বাঁধতে শুরু করে। পাখি আসে এবং গাছের ডালে বাসা বেঁধে বংশবিস্তার করে আবার বছরের শেষ দিকে চলে যায় অন্য অজানায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সীমান্তঘেষা সাগরতলা গ্রামের প্রবীণ শিক্ষক জাহাঙ্গীর আলম মাস্টারের বাড়িটি এখন অতিথি পাখিদের আপন নীড়। নিরাপদ অভয়াশ্রমে পরিণত হয়েছে বাড়ির গাছপালাগুলো।

আশ্রয় নেওয়া পাখিগুলোকে মায়ার বন্ধনে আবদ্ধ করে নিয়েছেন প্রবীণ এই শিক্ষক। দীর্ঘ প্রায় চার দশক ধরে সন্তানের মতো ভালোবাসা দিচ্ছেন। শিকারের চেষ্টা করতে এসে অনেক শিকারি লাঞ্ছিত হয়েছেন তার কাছে। এখন কেউ শিকারের চেষ্টাও করে না। পাখির বিষ্ঠায় তার ঘর-বাড়ির ও পরিবেশের কিছুটা ক্ষতি হলেও পরম মমতায় এদের আগলে রাখতে ভালো লাগে তার। এই বাড়ির গাছ-গাছালি ছাড়া অন্যকোনো গাছে বসে না। বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন লোকজন দেখতে আসেন পাখির এই অভয়াশ্রম।

বাড়িতে অভয়াশ্রম থাকার কারণে উপজেলার সব জায়গায় জাহাঙ্গীর মাস্টার এখন একটি পরিচিত নাম। পাখিদের সঙ্গে তার একটা বন্ধন সৃষ্টি হয়ে গেছে।

প্রবীন শিক্ষক জাহাঙ্গীর মাস্টার বলেন, আমার বাড়িতে থাকা এই পাখির হাঁক-ডাক ও কিচিরমিচির শব্দেই এখন অবসর সময় পার করছি। প্রায় ৪০ বছর ধরে এই পাখি এবং স্কুলের শিশুদের নিয়েই সময় কাটিয়েছি। পাখিদের সঙ্গে আমার নীরব ভালোবাসা তৈরি হয়ে গেছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক মাহমুদ বলেন, শুনেছি একজন প্রবীণ শিক্ষকের বাড়িতে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে পাখির অভয়াশ্রম। বছরের একটা সময় আসে আবার চলেও যায়। তবে চিকিৎসার বিষয়ে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, এই অভয়াশ্রমটি একটি ব্যক্তিগত জায়গায়। জাহাঙ্গীর আলম মাস্টার যদি উপজেলা প্রশাসনের নিকট লিখিত আবেদন করেন তাহলে এই অভয়াশ্রমের রক্ষণাবেক্ষণের বিষয়টি প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলহীন মেসি, এ সুযোগে আর্জেন্টিনাকে কানাডার হুঁশিয়ারি

আড়াই ঘণ্টা পর সচিবালয়-জিরো পয়েন্ট ছাড়লেন জবি শিক্ষার্থীরা

গণতন্ত্রের প্রশ্নে যাদু মিয়া ছিলেন আপসহীন : মির্জা ফখরুল

ঐক্যবদ্ধ লড়াইয়ের বিকল্প নেই : মজনু 

কোটা প্রসঙ্গে যা বললেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ

সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ শাবিপ্রবির শিক্ষার্থীদের

৩৫ হাজার টাকা বেতনে জনবল নেবে র‍্যাংগস

গায়ে বল লাগায় রণক্ষেত্র ভৈরব, আহত ২০

ইন্ধন নয়, যৌক্তিক আন্দোলনে সমর্থন আছে : মির্জা ফখরুল

কোটা নিয়ে আদালতের রায় সরকারের ইচ্ছার প্রতিফলন : রিজভী

১০

হেলেনাকে অভিযুক্ত করে পুলিশের চার্জশিট

১১

কোটা বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

১২

মল্লিকার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন ইমরান

১৩

কোটাবিরোধী আন্দোলন / কাফনের কাপড় পরে জবি শিক্ষার্থীদের অবরোধ

১৪

টেকনাফ সীমান্তে থামছে না মর্টারশেল ও বিস্ফোরণের বিকট শব্দ

১৫

ফিল্ম ইন্ডাস্ট্রির অন্ধকার অধ্যায়ের কথা ফাঁস করলেন মনীষা

১৬

 নাইট ক্লাবে কলকাতার তিন নায়িকা

১৭

বৃষ্টি উপেক্ষা করেই কোটা বাতিলের দাবিতে রাস্তায় চবি শিক্ষার্থীরা

১৮

স্কাউটসের নতুন কমিশনার ড. শাহ্ কামাল

১৯

এক্সিকিউটিভ নেবে এসিআই, বেতন ৪০ হাজার

২০
X