উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুর ইসলামপুরে যমুনা, ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ৬৩ হাজারেরও উপরে মানুষ।
শুক্রবার (৫ জুলাই) সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৯২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে উপজেলার মোট ৮টি ইউনিয়ন কুলকান্দী, বেলগাছা, চিনাডুলী, সাপধরী, নোয়ারপাড়া, পাথর্শী, ইসলামপুর সদর, পলবান্ধা বন্যার পানিতে প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। ইসলামপুর উপজেলার গুঠাইল সড়কের সংযোগ সড়ক ও আমতলীর উলিয়া এলাকায় ইসলামপুর ও মাহমুদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশ বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ওই এলাকার সঙ্গে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বন্যার পানির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান। বাড়িঘরে পানি ওঠায় কয়েকশ পরিবার গবাদি পশু নিয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান (টিটু) কালবেলাকে বলেন, বন্যার্তদের জন্য ১২০ টন চাল ও ৩৫০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। পৌরসভারসহ ১৩টি মেডিকেল টিম গঠন ও বন্যা মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন।
ইসলামপুর ইউএনও মো. সিরাজুল ইসলাম কালবেলাকে বলেন, বন্যা মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মন্তব্য করুন