লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

একটি দল দিয়ে রাজনীতি হয় না : এ্যানী

লক্ষ্মীপুর প্রেস ক্লাবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। ছবি : কালবেলা
লক্ষ্মীপুর প্রেস ক্লাবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আমরা জনগণের জন্য আন্দোলন করছি। দেশের জন্য আন্দোলন করছি। এর সঙ্গে ভোটের ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। একটি দল দিয়ে রাজনীতি হয় না।

তিনি বলেন, রাজনীতি করতে হলে অনেকগুলো দল লাগে। শুধু ক্ষমতাশীল দল দিয়ে হবে না, বিরোধী দলও থাকতে হবে। এরমধ্যে কেউ কখনো বিরোধী দল থাকবে, আবার তারা সরকার ক্ষমতায় আসতে পারে। এটি হলো রাজনৈতিক প্রতিযোগিতা। এটি না থাকলে সমাজ ভারসাম্যহীন হয়ে পড়ে। সমাজে ভারসাম্য থাকবে না। সাধারণ মানুষের মূল্যায়ন থাকবে না। জনগণ বঞ্চিত হবে।

বুধবার (৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত একটি বেসরকারি টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানী বলেন, দেশে যদি সর্বজনীন শান্তিপূর্ণ একটি নির্বাচন হতো, সংসদে ৩০০ জন সংসদ সদস্যের একেকজন একেক মতের পক্ষে কথা বলত। ভিন্ন ভিন্ন দলের কথা বলত। সেখানে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র প্রতিনিধিরা থাকত। এটি হতো দেশের স্বার্থ, জনগণের স্বার্থ। সেই স্বার্থের জন্য আমরা আন্দোলনরত আছি। দেশকে টিকিয়ে রাখতে হলে, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হলে, জনগণের মুখকে উজ্জ্বল করতে হলে, জনগণের অধিকার আদায় করতে হলে সর্বজনীন নির্বাচনের বাইরে অন্য কোনো ব্যবস্থা নেই।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ-বিএনপি যার যার জায়গায় থাকবে। কিন্তু সেখানে যদি রাজনৈতিক সৌহার্দ্য না থাকে, স্বাভাবিক রাজনীতি যদি না থাকে, তাহলে দেশের মানুষ বঞ্চিত হবে। এভাবে বঞ্চিত হতে হতে একদিন রাজনীতি শেষ হয়ে যাবে। হানাহানি, কাটাকাটি, মারামারির দিকে চলে যাবে। আমরা মনে করি দেশে যারা কেন্দ্রীয় রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন।

তিনি আরও বলেন, যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন তাদের উচিত সব বিরোধী দলকে নিয়ে বসে আলাপ-আলোচনার ভিত্তিতে দেশের গণতন্ত্রকে কীভাবে শক্তিশালী করা যায়, সঠিক রাজনীতিকে কীভাবে নিয়ে আসা যায় সে আলোচনা করা। রাজনৈতিকভাবে কোনো দল দেউলিয়া হয়ে যাবে তা আমরা চাই না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যার পানিতে তলিয়ে গেছে বগুড়ার ৪৮ শিক্ষাপ্রতিষ্ঠান

পিরোজপুরে প্রতিষ্ঠার ৬২ বছরেও নানা সংকটে স্বরূপকাঠি বিসিক শিল্পনগরী

কী আছে আজ আপনার ভাগ্যে?

অন্যের বউ ভাগিয়ে নেওয়া সেই যুবলীগ নেতা বহিষ্কার

অবিলম্বে প্রকৃতির সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে : পরিবেশমন্ত্রী

সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

সিলেটে ১৩ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ 

১০

বন্যাকবলিত সিলেটে ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

১১

ঝালকাঠি সদর হাসপাতালে পানির সংকট চরমে 

১২

রোনালদোদের বিদায় করে সেমিতে ফ্রান্স

১৩

যে কারণে স্পেনের বিপক্ষে জার্মানিকে পেনাল্টি দেওয়া হয়নি

১৪

সিলেটে সাড়ে ২৮ লাখ টাকার মাদক জব্দ

১৫

দল সেমিতে গেলেও ইউরো শেষ পেদ্রির

১৬

জনগণের সেবক হয়ে উন্নয়নের কাজ করতে চাই : জনপ্রশাসনমন্ত্রী 

১৭

বগুড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ছয়টি পয়েন্টে ১০৬২ মিটার ঝুঁকিপূর্ণ

১৮

বেলাবতে চায়না কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬

১৯

ক্রুসকে অবসরে পাঠিয়ে সেমিফাইনালে স্পেন

২০
X