সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে নদীর পানি কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

গোধারগাঁও সড়ক ভেঙে পানি ঢুকেছে সদর উপজেলার মোল্লাপাড়া, কুরবারনগর ও সুনামগঞ্জ পৌরসভার পূর্বাঞ্চলে। ছবি : কালবেলা
গোধারগাঁও সড়ক ভেঙে পানি ঢুকেছে সদর উপজেলার মোল্লাপাড়া, কুরবারনগর ও সুনামগঞ্জ পৌরসভার পূর্বাঞ্চলে। ছবি : কালবেলা

সুনামগঞ্জে নদীর পানি কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার (২ জুলাই) ভোরে সুরমা নদীর পানি বিপৎসীমার ৩২ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘণ্টায় ২৬ সেমি কমে বুধবার (৩ জুলাই) সকালে পৌর শহরের ষোলঘর পয়েন্টে ৬ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও জেলার খাসিয়ামারা, ছিলাই ও সোনালী ছেলা ও যাদুকাটা নদীর পানি কমেছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার থেকে আবারও ভারি বর্ষণ হতে পারে। উজানে ভারতের মেঘালয়েও বৃষ্টি হবে। শনিবার (৬ জুলাই) সকাল থেকে বৃষ্টিপাত কমে আসবে।

এদিকে বন্যার পানি উঠায় তাহিরপুর উপজেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৪টি বিদ্যালয়ের মূল্যায়ন পরীক্ষা হচ্ছে না। শুধুমাত্র ট্যাকেরঘাট খনিজ প্রকল্প উচ্চ বিদ্যালয়, চানপুর উচ্চ বিদ্যালয়, লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়, জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয়, আইডিয়াল ভিশন উচ্চ বিদ্যালয়, হাজী ইউনূছ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান জানান, বন্যার কারণে ২১টি বিদ্যালয়ের মধ্যে ৭টি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বন্যায় ছাতক-আন্ধারীগাঁও-সুনামগঞ্জ সড়কের আন্ধারীগাঁও এলাকায় ভাঙনে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে ছাতক উপজেলার ছাতক সদর, দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া, মান্নারগাঁও এবং পান্ডারগাঁও ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলা প্রকৌশলী সাব্বির আহমেদ জানান, সড়কের ভাঙন এলাকা নিয়ে আমরা চিন্তিত। প্রাকৃতিক বৈরী পরিবেশও অনেকাংশে কাজের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তবে খুব কম সময়ের মধ্যে একটি কালভার্টে নির্মাণেরও পরিকল্পনা রয়েছে এখানে। এসব বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

অন্যদিকে জামালগঞ্জ উপজেলা সদরের ভীমখালি, সাচনাবাজার, ফেনারবাঁক, জামালগঞ্জ উত্তর এবং বেহেলী ইউনিয়নে পানি উঠে যাওয়ায় সব কয়েকটি রাস্তায় লোকজন চলাচলে সমস্যা হচ্ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুল ইসলাম জানান, উপজেলার প্রায় ৫৮০টি ছোট-বড় পুকুরে মাছ ভেসে গেছে। যার ক্ষতির পরিমাণ প্রায় ৬১ লাখ টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা আলাউদ্দিন জানান, ভারি বর্ষণে আউশ ধানের ২৫ হেক্টর জমি ক্ষতি হয়েছে। গ্রীষ্মকালীন বিভিন্ন শাকসবজি ও তরমুজের প্রায় ১২ হেক্টর জমি নষ্ট হয়েছে। বৃষ্টি বাড়লে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান জানান, যাদুকাটায় পানি কমেছে। তবে এখনো জনবসতি, এমনকি উপজেলা পরিষদেও পানি রয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, বুধবার সকাল থেকে বৃষ্টি হবে। এটি পাঁচ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ কারণে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে যুবলীগ নেতা মন্টু গ্রেপ্তার

নরসিংদীতে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

বিএনপি নেতাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর

২৫ ঘণ্টা পর ৬৮ জেলে উদ্ধার

ডিটেনশন আইনে কারাগারে মডেল মেঘনা আলম

মানিকগঞ্জে ‘সিঙ্গেল ইউজড প্লাস্টিক ও শব্দদূষণ’ বিষয়ক কর্মশালা

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ দেশের অর্থনীতিতে মাইলফলক : জামায়াত

কিডনির পাথর অপসারণ বিষয়ে ডা. রফিকের আধুনিক চিকিৎসার প্রেজেন্টেশন উপস্থাপন

মডেল মেঘনা আলমকে ‘দরজা ভেঙে’ কারা নিয়ে গেল

বিনিয়োগ সম্মেলনে স্বাস্থ্য, প্রযুক্তি ও পানিসম্পদ খাতে ৫ সমঝোতা স্মারক সই

১০

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা, ১১ আসামির জামিন খারিজ

১১

ফেনীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১২

চুরির পর ইমামের মোবাইল ফিরিয়ে দিল চোর

১৩

ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে খুলনায় বিএনপির র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

১৪

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছাচ্ছে

১৫

সাঁতার-অ্যাথলেটিকসে বিদেশি কোচের প্রত্যাশা

১৬

সিলেটে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিন মামলায় আসামি ১৮০০

১৭

‘উন্নয়ন কাজে কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না’

১৮

কৃষক দল মাগুরা জেলা শাখার সভাপতি হলেন রুবাইয়াত

১৯

সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্নাকে আত্মসমর্পণের নির্দেশ

২০
X