সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (১ জুলাই) সাদাপাথর থেকে আসার পথে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া।
নিহতরা হলেন মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বড়ধামাই গ্রামের আবদুল মালেকের ছেলে আবদুস সবুর মিয়া (২৭) ও তার স্ত্রী রাহেনা আক্তার (২২)।
জানা যায়, কোম্পানীগঞ্জের সাদাপাথর থেকে আসার পথে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।
এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া কালবেলাকে বলেন ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আহত তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাইভেটকার জব্দ করা হয়েছে। ট্রাক সংঘর্ষের সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। ট্রাক-চালককে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে রোববার (৩০ জুন) খাগাইল এলাকায় দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন।
মন্তব্য করুন