নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি কলেজের অনুষ্ঠানে অশ্লীল নাচের ভিডিও ভাইরালের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে একজন সহকারী অধ্যাপককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
সোমবার (১ জুলাই) দুপুরে হাজী বেলায়েত হোসেন কলেজের গভর্নিংবডির সভাপতি কামাল হোসেন পলাশ এ তথ্য নিশ্চিত করেন।
সাময়িক বহিষ্কৃতরা হলেন- হাজি বেলায়েত হোসেন কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম। হিসাব বিজ্ঞানের সহকারী অধ্যাপক আলী ইমদাদ খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এর আগে গত ২৯ জুন এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে বহিরাগতদের নিয়ে কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি ফয়সাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম নাচ-গান করে উল্লাস প্রকাশ করেন। এর ভিডিও গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হয়ে ছড়িয়ে পড়লে কলেজ কর্তৃপক্ষের নজরে আসে।
এ ব্যাপারে গভর্নিংবডির সভাপতি কাওসার হোসেন পলাশ জানান, বিদায় অনুষ্ঠান শেষে আমরা চলে আসার পর বহিরাগতরা এই কাজ করেছে। দু’জন ছাত্রনেতাকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- অভিভাবক সদস্য মফিজুল ইসলাম, ওমর আলী ও শিক্ষক আহাম্মদ আলী। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন