সাদেক এগ্রোর আলোচিত সেই ১৫ লাখ টাকার ছাগলটির সন্ধান মিলেছে সাভারের সাদেক এগ্রোর খামারে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকায় অবস্থিত খামারে দুদকের অভিযান পরিচালনা করার সময় ছাগলটির সন্ধান মিলে।
দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বের ৯ সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করেন। এ সময় আলোচিত সেই ছাগলটির পাশাপাশি ১০টি নিষিদ্ধ ব্রাহামা জাতের গরুর সন্ধান মেলে।
এ সময় অভিযানে নেতৃত্ব প্রদানকারী দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আযাদ জানান, এখানে আসার পর একটি শেডে ৩টি ব্রাহামা জাতের গাভি ও সাতটি ব্রাহামা বাছুরের সন্ধান পেয়েছেন তারা। এ সময় কাপড় দিয়ে ঘিরে রাখা একটি ছোট কক্ষে ১৫ লাখ টাকা দামের আলোচিত সেই ছাগলটিরও দেখা মেলে। এ ছাড়া এখানে কিছু নথির খাতা পাওয়া গেছে। সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। আর যেহেতু ব্রাহামা জাতের গরু আমদানি ও উৎপাদন নিষিদ্ধ সেহেতু এ গরুগুলোর ব্যাপারে আমাদের কর্তৃপক্ষকে জানাবো এবং সেই মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
মন্তব্য করুন