অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ১২:৩৩ এএম
অনলাইন সংস্করণ

যশোরে ভুল অপারেশনে নারীর মৃত্যুর অভিযোগ

যশোর জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
যশোর জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

যশোরের অভয়নগরে ভুল অপারেশনে ইতি বেগম নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

মৃত ইতি বেগম (২২) দর্শনা উপজেলার রাজের স্ত্রী ও অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের আরশাব শেখের মেয়ে।

রোববার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার নওয়াপাড়া ফাতেমা (প্রা.) হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে হাসপাতালটি ঘেরাও করে আন্দোলন করে। পরে অভয়নগর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মৃত নারীর পক্ষে রফিকুল ইসলাম মজুমদার বলেন, এই হাসপাতালে অনিয়মের কোনো শেষ নেই। প্রায়ই এখানে চিকিৎসাজনিত কারণে মৃত্যুর ঘটনা ঘটে। আমরা এই মৃত্যু মেনে নিতে পারছি না। আমরা চাই ভুল চিকিৎসার অবসান হোক এবং এই নারীর মৃত্যুর সঠিক বিচার চাই।

জানা গেছে, শনিবার (২৯ জুন) অন্তঃসত্ত্বা ইতি ফাতেমা (প্রাঃ) হাসপাতালে ভর্তি হন। রাতেই ডাক্তার মঞ্জুরুল মোরশেদ ওই তাকে সিজারিয়ান অপারেশন করেন। এ সময় একটি পুত্র সন্তান জন্ম নেয়। পরে ইতি রাত ৩টার পর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় অসুস্থ হয়ে পড়ে। তার অবস্থা খারাপ দেখে রোববার খুলনায় রেফার করেন ডাক্তার মঞ্জুরুল মোরশেদ। স্বজনরা খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরে এই সংবাদ ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ওই হাসপাতাল ঘেরাও করে আন্দোলন করতে থাকে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বিষয়টি বসাবসি করে মিমাংসার আশ্বাসে উত্তেজিত জনগণ আন্দোলন বন্ধ করে।

সূত্রে জানা গেছে, নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালে এর আগেও ভুল সিজারিয়ান অপারেশনে অনেক রোগীর মৃত্যু হলেও অজানা কোনো কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে ওই হাসপাতালের বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দিন দিন ওই হাসপাতালে বাড়ছে মৃত্যুর মিছিল। যার সবশেষে ঘটল এই নারীর মৃত্যু।

এ বিষয়ে ফাতেমা (প্রাঃ) হাসপাতালের ম্যানেজার তরিকুল ইসলাম বলেন, ডাক্তার সময় মতো সঠিক চিকিৎসা করার পরেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমরা খুলনা পাঠিয়েছি। ওই রোগীর আইসিইউ খুব দরকার ছিল। আমাদের চিকিৎসায় কোনো ভুল নেই।

চিকিৎসক মঞ্জুরুল মোরশেদ মুঠোফোনে জানান, ভুল কোমো চিকিৎসা নয়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমরা দ্রুত খুলনায় পাঠিয়েছিলাম। কিন্তু এভাবে ওই নারীর মৃত্যু হবে ভাবতেও পারছি না। এই বলে তিনি ফোনের লাইন কেটে দেন। এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওহিদুজ্জামানের মুঠোফোনে একাধিক বার ফোন করলেও ফোনটি রিসিভ হয়নি।

ভবানীপুর থানার ওসি এসএম আকিকুল ইসলাম বলেন, ফতেমা প্রাইভেট ক্লিনিক উত্তেজিত জনতা ঘেরাও করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাম গোপন রেখে চাকরি নেওয়ার কারণ জানালেন ইরফান

এবার এভারটনকেও হারাতে পারল না সিটি

‘উসকানি দিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করা যাবে না’

আসন ফাঁকা রেখেই বন্ধ হলো নোবিপ্রবির ভর্তি কার্যক্রম

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলে তারেক রহমানকে স্মারকলিপি

কুর্দিদের প্রতি এরদোয়ানের ক্ষোভের মূল কারণ

কাকরাইল মসজিদে সাদপন্থিদের সব কার্যক্রম বন্ধের নির্দেশ

যুব মহিলা লীগ নেত্রী সাজেদা গ্রেপ্তার

ঝিনাইদহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

৯৯৯ থেকে কল এলে সাবধান, পুলিশের সতর্কবার্তা

১০

চাচাকে বাবা বানিয়ে ‍মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডার কামাল হোসেন

১১

সাংবাদিকদের কেউ হুমকি দিলে আমাদের জানাবেন : সারজিস

১২

অফিসের পথে লটারি কিনে জিতলেন ৩৬ লাখ টাকা!

১৩

ক্ষমতার লোভে স্বৈরাচারী আচরণ করবেন না : গিয়াস উদ্দিন

১৪

অল্পের জন্য বেঁচে গেল আরেকটি মার্কিন যুদ্ধবিমান

১৫

পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

সচিবালয়ে আগুন / উচ্চপর্যায়ের কমিটি গঠন, ৩ দিনে প্রাথমিক প্রতিবেদন

১৭

ডেঙ্গু টিকা ব্যবহারে সমস্যা কোথায়

১৮

শেখ হাসিনা ছিলেন ভারতের সেবাদাসী : জামায়াত আমির

১৯

ভয়ংকর মরণব্যাধিতে আক্রান্ত বাশার আল আসাদের স্ত্রী

২০
X