গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন-পরবর্তী সহিংসতায় গুলিতে মো. অসিকুল ভুইয়া নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান ভুইয়া (লুটুল)-কে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৩০ জুন) দুপুরে তিনি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক মো. কামরুল হাসান সে আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ১৯ মে কামরুজ্জামান ভুইয়া উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন।
উল্লেখ্য, গত ৮ মে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচনের পর ১৪ মে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া বাজার এলাকায় বিজয়ী প্রার্থীর সমর্থক ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মো. অসিকুল ভূইয়া গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ঘটনার দু’দিন পর ১৬ মে রাত ১২টা ৫ মিনিটে নিহতের বোন পারুল বেগম বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভুইয়াসহ ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০-৫০ জনের নামে গোপালগঞ্জ থানায় একটি হত্যা-মামলা দায়ের করেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানিয়েছেন, ওই মামলায় এ পর্যন্ত তিনজন এজাহারভুক্ত এবং একজন সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন