রূপালী ব্যাংক পিএলসি.র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ এ স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিজিলেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের সার্বিক নির্দেশনায় এবং খুলনা বিভাগীয় কার্যালয়ের তত্ত্বাবধানে খুলনাস্থ হোটেল ক্যাসল সালামে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক সালামুন নেছা। এ সময় তিনি গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেন এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনার কার্যক্রম সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রোকনুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা প্রবীর কুমার চক্রবর্তী, উপমহাব্যবস্থাপক মো. শরীফুল ইসলাম, বিলকিস আরা, মো. জাহিদুর রহমান, প্রকাশ কুমার সাহা ও মো. সেলিম উদ্দিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে খুলনা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকরা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের সেবার মান, অভিযোগের ধরন ও প্রতিকারের পদ্ধতি নিয়ে আলোচনা হয়। এ সময় গ্রাহকরা রূপালী ব্যাংকের সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
মন্তব্য করুন