আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি পিএলসির আয়োজনে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ঈদ আবাসন মেলা। মেলা চলাকালীন কোনো ক্রেতা প্লট বুকিং দিলেই কাঠাপ্রতি পাবে নগদ ১ লাখ টাকা মূল্য ছাড়। সঙ্গে থাকছে ৪২৩ লিটার ধারণসম্পন ফ্রিজ/২ টন এসি বিশেষ উপহার।
এই অফারগুলো প্রযোজ্য হবে শুধু মেলা চলাকালীন ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত। দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবে বিডিসির ৩টি অফিসে যথাক্রমে বিডিসি করপোরেট অফিস : প্লট-৩১৪/এ, রোড-১৮, ব্লক-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯, মতিঝিল অফিস : বিসিআইসি ভবন (৪র্থ তলা), ৩০-৩১ দিলকুশা,ঢাকা-১০০০ অথবা সরাসরি প্রজেক্ট ভিজিট করে সাউথ টাউন আবাসিক প্রকল্প : বাঘৈর, কেরানীগঞ্জ, ঢাকা (ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন)।
মেলায় বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি পিএলসি বিক্রয় করছে ২.৫, ৩, ৫, ৭ ও ১০ কাঠার প্লট। এর মধ্যে ৭ ও ১০ কাঠা প্লটগুলো প্রিমিয়াম।
মন্তব্য করুন