গেমার এবং প্রযুক্তি ব্যবহার কারীদের জন্য চিন্তা করে গিগাবাইট দেশের বাজারে ৫টি ল্যাপটপ নিয়ে এসেছে। যার মধ্যে বিশেষ ২টি হচ্ছে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)-এর ল্যাপটপ । গেমার এবং ডিজাইনারদের জন্য এ এআই পরিচালিত Aorus Gaming 16X AKG এবং Aorus Gaming 16X ASG ল্যাপটপ দুটিতে রয়েছে যথাক্রমে ইন্টেল ১৪ জেনারেশন কোর i7 প্রোসেস এবং GeForce RTX 4060 8GB GDDR6 গ্রাফিক্স কার্ড ও GeForce RTX 4070 8GB GDDR6 গ্রাফিক্স কার্ড। এ ছাড়া Gigabyte G5 MF5 এবং G5 KF5 নামে আরও দুইটি ১৩ জেনারেশন কোর i7 প্রসেসরের ল্যাপটপ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে । ডিজাইনারদের জন্য বিশেষভাবে গিগাবাইট নিয়ে আসলো Aero 14 OLED মডেলের ল্যাপটপ, যা দেখতে খুবই আকর্ষণীয় ও উন্নতমানের । স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড একমাত্র পরিবেশক হিসেবে দেশের বাজারে সব অথরাইজড ডিলার পয়েন্টে ল্যাপটপগুলো গ্রাহকদের জন্য সরবরাহ করবে।
মন্তব্য করুন