জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন শুরুর পর থেকে বিশ্বের প্রায় সব দেশেই নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। ইন্সপায়ার ইনক্লুশন প্রতিপাদ্যে ৪ মার্চ বিশ্বজুড়ে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪।
এবারের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “ঢাকা রিজিওন” এর মাঠপর্যায়ে কর্মরত নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে আলোচনা সভা, ব্যবসায় বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।
আলোচনায় নারীর উপযুক্ত অধিকার, ব্যবসায় ক্ষেত্রে নারীর জন্যে কার্যকরী পরিবেশ নিশ্চিতকরণ ও দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে নারীর অগ্রগামী ভূমিকার প্রয়োজনীয়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়।
এছাড়াও, পেশাগত ক্ষেত্রে নারী কর্মীদের অধিকার ও তাদের আরও দক্ষ করে তুলতে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মসূচি। স্থানীয় নারী ক্ষুদ্র উদ্যোক্তারা এসব আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজনের শেষে নারীর অগ্রযাত্রায় বিশেষ ভূমিকার জন্যে 'অগ্রণী' পুরস্কার প্রদান করা হয়। ‘নারী উদ্যোক্তা’ শ্রেণিতে কমলা বেগম, রাবেয়া বেগম ও মোসাম্মৎ পারুল বেগম; এবং ‘নারীর ক্ষমতায়নে অবদান’ শ্রেণিতে মো. রতন শিকদার শান্ত ও মো. শফিকুল ইসলামকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন জনাব মোরশেদ উল আরেফিন, সামির আব্দুর রহমান ও মো. শাকিবুল হক।
মন্তব্য করুন