আল হারামাইন পারফিউমস বাংলাদেশের সঙ্গে এক্সক্লুসিভ পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হলো ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম।
বুধবার (১৩ মার্চ) দুটি প্রতিষ্ঠানের মধ্যে এই এমওইউ স্বাক্ষরিত হয়।
এ সময় আল হারামাইন পারফিউমস বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ, হেড অফ এইচআর অ্যান্ড অ্যাডমিন মেজর (অব.) মো. জাহাঙ্গীর নাসির, কোম্পানি সচিব ও সিএফও পরিমল কুমার ধর।
এদিকে কিউকমের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রিপন মিয়া, ম্যানেজার নেয়াজ মোর্শেদ।
দুটি প্রতিষ্ঠানের অংশীদারত্বমূলক আয়োজনে আরো উপস্থিত ছিলেন মডেল ও অভিনেতা নিরব হোসেন।
পার্টনারশিপ সাইনিং অনুষ্ঠানে জানানো হয়, কিউকমের ওয়েবসাইট থেকে আল হারামাইন পারফিউমের সব পণ্য পাওয়া যাবে। এ ছাড়া ওয়েবসাইটটি থেকে পুরো রমজান মাসজুড়ে বিশেষ ডিস্কাউন্ট ও কম্বো প্যাকেজে পারফিউম পাওয়া যাবে।
মন্তব্য করুন