বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ‘কিউকম’-এর সঙ্গে আল হারামাইন পারফিউমস বাংলাদেশ একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার মাধ্যমে আল হারামাইন পারফিউমসের সব পণ্য অনলাইনে শুধু কিউকমের মাধ্যমে কিনতে পারবেন ক্রেতারা।
সম্প্রতি স্বাক্ষরিত হওয়ার চুক্তির বিষয়ে কিউকমের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর মো. রিপন মিয়া কালবেলাকে বলেন, রমজান উপলক্ষে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ক্যাম্পেইন করছে ই-কমার্স প্ল্যাটফর্ম কিউকম। যার নাম ‘রিস্টার্ট বাংলাদেশ’- এই ক্যাম্পেইনের আওতায় প্রয়োজনের সব প্রোডাক্ট পাওয়া যাবে সর্বোচ্চ ডিস্কাউন্টে, সেই ধারাবাহিকতায় এই চমক আল হারামাইন পারফিউমের সঙ্গে আমাদের এই চুক্তি। গত ৩ মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে রমজানজুড়ে।
এ ছাড়া এখন থেকে আল হারামাইন পারফিউমের চমৎকার সব পারফিউম কিউকমে পাওয়া যাবে বলেও জানান তিনি।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে আল হারামাইন পারফিউমস বাংলাদেশের নির্বাহী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ, হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন মেজর মো. জাহাঙ্গীর নাসির (অব.), সিএফও ও কোম্পানি সচিব পরিমল কুমার ধর, কিউকমের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও মো. রিপন মিয়া, ম্যানেজার নেয়াজ মোর্শেদ, মডেল ও অভিনেতা নীরব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন