রমজান উপলক্ষে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ক্যাম্পেইন করছে ই-কমার্স প্ল্যাটফর্ম কিউকম। যার নাম ‘রিস্টার্ট বাংলাদেশ’- এই ক্যাম্পেইনের আওতায় প্রয়োজনের সব প্রোডাক্ট পাওয়া যাবে সর্বোচ্চ ডিস্কাউন্টে।
রোববার (৩ মার্চ) থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে পুরো রমজানজুড়ে।
কিউকমের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর মো. রিপন মিয়া কালবেলাকে বলেন, ‘সবাই একটা বিশাল ধাক্কা খেয়ে থেমে গিয়েছিল। সেখান থেকে মার্চেন্ট, ইকমার্স ব্যবসায়ী, কাস্টমার সবাই নতুন করে শুরু করার মাধ্যমে এই ‘রিস্টার্ট বাংলাদেশ ক্যাম্পেইন’। সামনে রমজান মাস। রমজানে আমাদের উদ্দেশ্য কোনো প্রফিট করব না। রমজানে সর্বোচ্চ কম দামে আমরা গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেব। এবার ক্যাম্পেইনে আমাদের দশ লাখের মতো প্রডাক্ট থাকবে। রমজানের প্রতিদিনই এক্সাইটিং অফার থাকবে, কুইজ থাকবে এবং বিভিন্ন ধরনের উপহার থাকবে। এবারের ক্যাম্পেইনটা হবে বাংলাদেশের সব থেকে বড় এবং সেরা ক্যাম্পেইন।’
মন্তব্য করুন