কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩২ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

রিহ্যাব নির্বাচনে প্রার্থী চূড়ান্ত, ভোটগ্রহণ ২৪ ফেব্রুয়ারি 

রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। ছবি : সংগৃহীত
রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। ছবি : সংগৃহীত

নানা জটিলতার পর অবশেষে দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। উচ্চ আদালতের আদেশ অনুযায়ী নির্বাচন পরিচালনা বোর্ড গঠনের পর গত ৩ ডিসেম্বর এ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়।

এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের মোট ৪৭৬ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে বোর্ড। ইতিমধ্যে সমিতির ২৯টি পরিচালক পদে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শেষে জামা দিয়েছেন। এর মধ্য থেকে ঢাকা থেকে ৮৮ জন এবং চট্টগ্রাম থেকে ৭ জনের প্রার্থিতা চূড়ান্ত করেছে বোর্ড। নির্বাচনের মাধ্যমে ঢাকা থেকে ২৬ জন এবং চট্টগ্রাম থেকে ৩ জন রিহ্যাবের পরিচালক নির্বাচিত হবেন।

জানা গেছে, ২০২৩ সালে রিহ্যাবের নির্বাচন নিয়ে জটিলতা শুরু হয়। আগ্রহী পদ প্রার্থীদের মধ্যে দ্বন্দ্বের জেরে পক্ষে বিপক্ষে অভিযোগ বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে আদালত পর্যন্ত গড়ায়। সর্বশেষ গত ১৩ নভেম্বর আপিল বিভাগের চেম্বার জজ আদালত তিন মাসের মধ্যে অবশ্যই নির্বাচন সম্পন্ন করার আদেশ দেন। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালককে এ সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এর ফলে আদালতের নির্দেশে রিহ্যাবের দৈনন্দিন কার্যক্রম পরিচালনাসহ নির্বাচন আয়োজনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জান্নাতুল ফেরদৌসকে প্রশাসক নিয়োগ করা হয়। তিনি যথাসময়ে রিহ্যাব নির্বাচন সম্পন্ন করে নির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

নির্দেশনা অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ের তিনজন উপ-সচিবকে নিয়ে নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করা হয়। এর মধ্যে ছাদেক আহমদকে চেয়ারম্যান, নুসরাত আইরিন ও মোহাম্মদ মাশিউর রহমানকে সদস্য করা হয়।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছাদেক আহমদ কালবেলাকে বলেন, আদালতের নির্দেশনা মেনে তপশিল অনুয়ায়ী কার্যক্রম চলছে। নির্বাচনের সার্বিক কার্যক্রম চলমান। আগামী ২৪ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আশা করছি, নিদিষ্ট সময়ের মধ্যে নির্বাচিতদের কাছে তাদের সমিতির দায়িত্ব দিতে পারব।

জানা যায়, তপশিল অনুযায়ী, নির্বাচন বোর্ডের ২০টি নির্ধারিত কার্যক্রমের মধ্যে গতকাল পর্যন্ত চূড়ান্ত প্রার্থী এবং প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ করাসহ ১৩টি কার্যক্রম শেষ হয়েছে। পরবর্তী কার্যক্রমের মধ্যে ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ এবং ভোটগণনা শেষে নির্বাচনী ফল ঘোষণা করা হবে।

২৫ ফেব্রুয়ারি অফিস বেয়ারার (৭ জন কর্মকর্তা) নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও দাখিল; বাছাই ও প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ২৬ ফেব্রুয়ারি অফিস বেয়ারার নির্বাচন ও ফল ঘোষণা করা হবে। ২৭ থেকে ২৯ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনের ফলের বিষয়ে আপিল বোর্ডের কাছে আপত্তি থাকলে তা দাখিল করা এবং ১ থেকে ৩ মার্চ আপিল শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। পরবর্তীতে ৪ মার্চ নির্বাচন বোর্ড কর্তৃক চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিলে বিএনপি নেতার গুলির প্রতিবাদে বিক্ষোভ

রৌমারীতে ব্যবসায়ীদের আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত

৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ায় মামুনের বিরুদ্ধে যুবদলের মামলা

আওয়ামী লীগ নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে যোগদান

ক্ষমা পেয়ে আমিরাত থেকে ১২ জন ফিরছেন চট্টগ্রামে

‘ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার দুই ভাবে পরাজিত’

মহানবীকে (সা.) কটূক্তিকারী সেই যুবকের বিরুদ্ধে মামলা

শিবচর আঞ্চলিক সড়কে গ্রামবাসীর বৃক্ষরোপণ

মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ ধামাচাপা, ৭ দিন পর ফাঁস

১২ দিনেও মেলেনি রানীনগরে নিখোঁজ নার্গিসের সন্ধান

১০

দায়িত্বশীলদের নিয়ে সাতক্ষীরায় ছাত্র শিবিরের সমাবেশ

১১

আযহারী শিক্ষার্থীরা হবে বাংলাদেশ ও মিশরীয় ঐতিহ্যের সেতুবন্ধন : মিশরীয় রাষ্ট্রদূত

১২

রাজশাহীতে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

১৩

আন্দোলনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই

১৪

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক সমাবেশ

১৫

কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

১৬

পাকিস্তানের জলসীমায় বিপুল তেল-গ্যাস মজুতের সন্ধান

১৭

বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেকদের

১৮

পাবিপ্রবি ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে তুলে নেওয়ার অভিযোগ

১৯

জেল খেটেছি তবু শেখ হাসিনার মতো পালিয়ে যাইনি : সাবেক এমপি হাবিব

২০
X