আধুনিক প্রযুক্তি বিষয়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে একসঙ্গে কাজ করবে এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং নেটকম লার্নিং গ্লোবাল লিমিটেড।
এ লক্ষ্যে রোববার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আইসিটি টাওয়ারে উভয়পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এটুআইয়ের প্রকল্প পরিচালক মামুনুর রশীদ ভূঞা এবং নেটকম লার্নিং গ্লোবালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মামুন সরদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব সামসুল আরেফিন উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্বারকের আওতায় দেশের চাকরিপ্রত্যাশীদের সময়োপযোগী কারিগরি দক্ষতা বৃদ্ধিতে এটুআই এর ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘মুক্তপাঠ’এবং দক্ষতা ও কর্মসংস্থানবিষয়ক ম্যাচমেকিং প্ল্যাটফর্ম ‘নাইস’ একত্রে নেটকম লার্নিং গ্লোবাল লিমিটেডের সঙ্গে সমন্বয় করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-রোবোটিক্স চতুর্থ শিল্পবিপ্লবের আধুনিক প্রযুক্তির বিষেয় প্রশিক্ষণের মাধ্যমে দেশের চাকরিপ্রত্যাশীদের দক্ষতা উন্নয়ন ও জব মার্কেটে কর্মসংস্থানের সুযোগ তৈরি ও বৃদ্ধিতে কাজ করবে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান।
মন্তব্য করুন