বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইন ও বিচার বিভাগের মেধাবী শিক্ষার্থী নুরশালিন ইসলাম সিফাত ২য় আন্ডারগ্র্যাজুয়েট ল’ স্টুডেন্টস রিসার্চ কনফারেন্স ২০২৫-এ গৌরবজনক সাফল্য অর্জন করেছেন।
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এই কনফারেন্সের আয়োজন করে।
সিফাত ২৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬৬ জন প্রতিযোগীর মধ্যে ‘দ্য নিড ফর এআই-স্পেসিফিক লেজিসলেশন ইন বাংলাদেশ : অ্যাড্রেসিং লিগ্যাল অ্যান্ড এথিক্যাল চ্যালেঞ্জেস অব জেনারেটিভ এআই’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করে ‘আউটস্ট্যান্ডিং পেপার অ্যাওয়ার্ড’ অর্জন করেন।
এই সাফল্যের জন্য তিনি বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. এবিএম শওকত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দিয়ে বলেন ‘নুরশালিন ইসলাম শিফাত আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের প্রতীক। তার গবেষণার বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী এবং প্রযুক্তিনির্ভর যা ভবিষ্যতের আইনগত দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘বিইউবিটি পরিবারের পক্ষ থেই এই অর্জনের জন্য তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আগামীর পথচলায় আরও সাফল্য কামনা করছি।’
মন্তব্য করুন