উদ্যোক্তাদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ (ই-ক্লাব) আয়োজন করল এক প্রাণবন্ত ও উৎসবমুখর ঈদ রিইউনিয়ন ২০২৫।
রাজধানীর ধানমন্ডিস্থ অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠান ছিল উদ্যোক্তাদের এক অসাধারণ মিলনমেলা, যেখানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ই-ক্লাব সদস্য, সফল উদ্যোক্তা, করপোরেট প্রতিনিধি ও সম্মানিত অতিথিরা।
এই আয়োজনে ছিল ঈদ ও বাংলা নববর্ষ ১৪৩২-এর শুভেচ্ছা বিনিময়, উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিং সেশন, নতুন সদস্যদের সদস্যপদ প্রদান ও সার্টিফিকেট বিতরণ, গেমস, ম্যাজিক শো, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, ফুল বিতরণ এবং র্যাফেল ড্রসহ নানা আয়োজন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ই-ক্লাবের সম্মানিত ফাউন্ডার মো. শাহরিয়ার খান। তিনি বলেন, ই-ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। আমরা একে অপরের অনুপ্রেরণা হয়ে এগিয়ে যেতে চাই। ঈদের এই আনন্দঘন সময়ে আমাদের এই পুনর্মিলনী ভবিষ্যতের নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
ই-ক্লাব প্রেসিডেন্ট অন্তু করিম বলেন, আমাদের এই ঈদ রিইউনিয়ন কেবল বন্ধন মজবুত করার আয়োজন নয়, বরং এটি প্রমাণ করে যে বাংলাদেশের উদ্যোক্তারা কীভাবে একে অপরকে এগিয়ে নিতে পারে।
সাধারণ সম্পাদক মো. সোলায়মান আহমেদ জিসান তার বক্তব্যে বলেন, এই আয়োজনের মাধ্যমে আমরা আবারও প্রমাণ করেছি- ই-ক্লাব একটি উদ্যমী, সক্রিয় ও ভ্রাতৃত্বপূর্ণ কমিউনিটি, যারা সবসময় একে অপরের পাশে থাকতে চায়।
পুরো আয়োজনের সার্বিক দায়িত্ব তদারকি করেন ইক্লাবের অর্গানাইজিং সেক্রেটারি মো. হাসান ইকরাম আহমেদ। অনুষ্ঠানের কনভেনার ছিলেন কবির হোসেন এবং কো-কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন রাবেয়া খাতুন লাকি ও ফারজানা ইসলাম মৌরী। তাদের সুনিপুণ পরিকল্পনা ও নিষ্ঠার মাধ্যমে পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘনভাবে সম্পন্ন হয়।
রিইউনিয়নে অংশগ্রহণকারী সদস্যরা তাদের উদ্যোক্তা যাত্রা, সফলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন, যা ছিল একে অপরকে জানার, শেখার এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাদায়ক এক অভিজ্ঞতা।
ই-ক্লাব ভবিষ্যতেও এই ধরনের আয়োজনের মাধ্যমে উদ্যোক্তাদের মাঝে বন্ধন দৃঢ় করার এবং সমন্বিত উন্নয়নের পথ প্রশস্ত করার লক্ষ্যে নিরন্তর কাজ করে যাবে।
মন্তব্য করুন